স্যামসাং তাদের আসন্ন Galaxy S26 সিরিজ নিয়ে জোরদার আলোচনায় রয়েছে। সম্প্রতি ফাঁস হওয়া CAD রেন্ডার থেকে জানা গেছে, Samsung Galaxy S26 Edge আসছে সম্পূর্ণ নতুন ডিজাইন ও আরও পাতলা বডি নিয়ে। আগের Galaxy S25 Edge–এর তুলনায় এটি আরও চিকন হবে, আবার ক্যামেরা ডিজাইনেও আসছে বড় পরিবর্তন।
ফোনটির পিছনে থাকবে একটি বড় রেকট্যাঙ্গুলার ক্যামেরা আইল্যান্ড, যা পুরো ব্যাক প্যানেলের প্রস্থ জুড়ে বিস্তৃত। এটি অনেকটা আগামী iPhone 17 Pro মডেলের মতো দেখাচ্ছে। ক্যামেরাগুলো থাকবে উপরিভাগে উল্লম্বভাবে সাজানো, আর বাকি অংশে LED ফ্ল্যাশসহ অন্যান্য সেন্সর। এই পরিবর্তন স্যামসাং–এর ফ্ল্যাগশিপ ডিজাইনে বড় ধরণের আপডেট।
লিকড রিপোর্ট অনুযায়ী, ফোনটির মাপ হবে 158.4 x 75.7 x 5.5mm। তবে ক্যামেরা বাম্পের কারণে মোটা অংশটি হবে 10.8mm। আগের মডেল Galaxy S25 Edge ছিল 5.8mm পুরুত্বে, তাই এবারকার মডেল হবে আরও স্লিম ও স্টাইলিশ।
ডিজাইন অনুযায়ী ফোনটিতে থাকবে 6.7-ইঞ্চি AMOLED ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেটসহ। সাথে থাকছে পাতলা বেজেল ও সেন্টার্ড হোল-পাঞ্চ সেলফি ক্যামেরা। ফ্রেম হবে ফ্ল্যাট, কিন্তু কোণাগুলো হালকা গোলাকার, যা ধরতে আরও আরামদায়ক হবে। এছাড়া Qi2 ওয়্যারলেস চার্জিং সাপোর্টও থাকতে পারে বলে জানা গেছে।
গ্যালাক্সি S26 সিরিজে এ বছর নতুন চমক হলো, স্যামসাং আর Plus মডেল আনছে না। তার জায়গা নিচ্ছে এই নতুন Galaxy S26 Edge। ফলে ২০২৬ সালের লাইনআপ হবে – Galaxy S26 Pro, Galaxy S26 Edge এবং Galaxy S26 Ultra।
সবমিলিয়ে বলা যায়, Galaxy S26 Edge আসছে এমন এক ডিজাইন নিয়ে, যা স্যামসাং–এর ভক্তদের পাশাপাশি আইফোন ব্যবহারকারীদেরও দৃষ্টি কাড়বে।