Translation Apps এর মধ্যে একমাত্র ভেরিফাইড হল Google Translate. আর এই অ্যাপসটির মাধ্যমে আপনি যেকোন দেশের ভাষা অনুবাদ করতে পারবেন।
Google Translate Apps Download
তাই প্রথমে আপনাকে প্লেস্টোরে গিয়ে Search করতে হবে Google Translate লিখে। তারপর আপনার সামনে অনেক এপস শো করবে তারমধ্যে রিয়েল এপসটি হল Google Translate তবে একই নামে অনেক ফেক এপস রয়েছে তাই পরিক্ষা করে ইন্সটল করুন। Google Translate Apps Download করার সময় দেখুন এটা কোন Google Consoles এর এপস। চেনার উপায় হল Google LLC লেখা থাকবে। নিচের ছবিটি দেখুন:
এপসটি ইনস্টল হয়ে গেলে Open করুন। এবং আপনার ফোনে কিছু পারমিশন চাইবে সেগুলো Allow করে দিবেন ও আপনার ফোনে থাকা একটি জিমেইল সিলেক্ট করুন বা কানেক্টেড করুন।
English to Bangla অফলাইনে ব্যাবহার
ইংরেজি টু বাংলা ইন্টারনেট কানেকশন ছাড়া ব্যাবহার করার জন্য বাংলা ফাইল ডাউনলোড করতে হবে। আপনার ইংরেজি ফাইল অটোমেটিক ডাউনলোড করা থাকবে শুধু এখন আপনি যে ভাষায় অনুবাদ করতে চান সেটি ডাউনলোড করতে হবে। তাই যদি বাংলা ডাউনলোড করতে চান তাহলে প্রথমে English অথবা ডান পাশে যে ভাষা থাকবে তার উপর ক্লিক করুন। তাহলে পরের পেজ শো করবে এবং এই পেজ থেকে আপনার ভাষা বের করুন।
ভাষা খুজে পেলে তার ডান পাশে দেখুন ডাউনলোড বাটন রয়েছে সেখানে ক্লিক করে ফাইলটি ডাউনলোড করে নিন। ডাউনলোড বাটনে ক্লিক করলে একটি পপআপে Download লেখায় আবার ক্লিক করুন। তার পর কিছু সময় অপেক্ষা করুন দেখবেন ডাউনলোড হয়ে যাবে।
এইভাবে চাইলে আপনি সকল ভাষার ফাইলগুলো ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করার পর আপনি এখন ইন্টারনেট কানেকশন বন্ধ করতে পারেন। এবং আপনি অফলাইনে যেকোন ভাষায় অনুবাদ করতে পারবেন।
আপনি ফাইল ডাউনলোড না করলে অফলাইনে ব্যাবহার করতে পারবেন না। তাই আগেই ডাউনলোড করতে হবে।