Eid Mubarak Poster Design

ঈদের শুভেচ্ছা ব্যানার ডিজাইন eid mubarak poster bangla | Eid Mubarak Poster Design

আপনি মোবাইল দিয়ে খুব সহজেই ঈদের শুভেচ্ছা ব্যানার তৈরি করতে পারবেন। বন্ধুরা এই ঈদে আমরা আমাদের বন্ধুবান্ধব অথবা আত্মীয়-স্বজনদের মোবাইলের মাধ্যমে শুভেচ্ছা দিয়ে থাকি। আবার আমরা অনেকে আছি সোশ্যাল মিডিয়া লাভার যেখানে নিজের শুভেচ্ছা বার্তা একটি ছবি তৈরি করে পোস্ট করা। তাই আপনি আপনার ছবি দিয়ে একটি ঈদের শুভেচ্ছা পোস্টার ডিজাইন করতে পারবেন মোবাইল দিয়ে।

আপনি মোবাইল দিয়ে একটি অ্যাপসের মাধ্যমে খুব সহজেই ঈদ মোবারক পোস্টার নিজের ছবি দিয়ে ডিজাইন করতে পারবেন। তাই কিভাবে এই পোস্টার তৈরি করবেন এই বিষয় নিয়ে সম্পূর্ণ ধারণা দেওয়া হবে আজকের এই পোস্টে।

WhatsApp Update নিয়ে আসছে নতুন ৫টি ফিচার

Infinix Note 40 Pro 5G Price in Bangladesh, Full Specifications & Review

বন্ধুরা প্রথমে আপনি আপনার মোবাইল ফোনের প্লেস্টোরে চলে যাবেন এবং সেখানে গিয়ে সার্চ করবেন ” eid mubarak poster maker ” এটা লিখে। তারপর আপনার সামনে অনেক এপস আসবে সেখানে দেখুন Eid Mobarak Poster- Posterly নামে একটি এপস পাবেন। এই অ্যাপটি আপনি ইন্সটল করে নিন।

এরপর অ্যাপসটি ওপেন করুন। আপনি যখন ওপেন করবেন তখন আপনাকে কিছু পারমিশন এলাও করে দিতে হবে। তাই আপনি সকল পারমিশন allow করে দিবেন। তাহলেই কিন্তু আপনি অ্যাপসটির হোম পেজে যেতে পারবেন।

হোমপেজে আসলে আপনি অনেক পোস্টার ডিজাইন দেখতে পারবেন। এগুলোকে বলা হয় টেমপ্লেট। তাই আপনি যে টেমপ্লেট টি দিয়ে ঈদের শুভেচ্ছা ব্যানার ডিজাইন করতে চান সেটির উপর ক্লিক করুন। ক্লিক করলে আপনার কাছে একটি অপশন আসবে। সেখানে লেখা থাকবে ” Unlock ” এই বাটনে ক্লিক করলে আপনার কাছে একটি অ্যাড শো করবে। সেই অ্যাপটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে তাহলে কিন্তু আনলক হবে।

আপনার পছন্দের পোস্টারের পর ক্লিক করলে পরবর্তী পেজে নিয়ে যাবে। এই পেজে আপনাকে এডিট করতে হবে। এখানে আপনি একটি ছবি আপলোড করতে পারবেন। এখানে আপনার নাম এবং ঠিকানা লিখতে পারবেন।

  • তাই আপনি প্রথমে ” add image ” বাটনে ক্লিক করে আপনার ছবিটি সুন্দর করে কেটে আপলোড করুন।
  • আপনার নাম ও ঠিকানায় লিখুন

এখানে এডিট করা শেষ হলে আপনি উপরে ‘Save’ নামে একটি বাটন পাবেন সেটির উপর ক্লিক করুন। আপনার কাছে অ্যাড শো করতে পারে তাই এড গুলো দেখে ক্লোজ করে কেটে দিবেন। এর পরবর্তীতে আপনি ছবিগুলো সেভ করার পাশাপাশি দেখতেও পারবেন।

তো বন্ধুরা আপনি খুব সহজেই কিন্তু আপনার নিজের নামে এবং আপনার নিজের ঠিকানা এবং আপনার ছবি দিয়ে একটি ঈদের শুভেচ্ছা ব্যানার ডিজাইন করে নিতে পারবেন এই অ্যাপসটির মাধ্যমে। আশা করি আপনি এই অ্যাপটা দিয়ে সুন্দর সুন্দর পোস্টার ডিজাইন করতে পারবেন।

যদি আপনার কাছে আমার এই পোস্টটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের গুগল নিউজ ফলো করে রাখবেন।

Post Share Now

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *