Dhaka Board SSC Result 2024 With Marksheet | ঢাকা বোর্ড এসএসসি রেজাল্ট ২০২৪ দেখুন মার্কশীটসহ

Dhaka Board SSC Result 2024 With Marksheet

এসএসসি রেজাল্ট ২০২৪ সালে যারা ঢাকা বোর্ডে পরীক্ষা দিয়েছেন তারা কিভাবে রেজাল্ট চেক করবেন? রেজাল্ট চেক আপনি তিনটি মাধ্যমে করতে পারবেন। একটি মাধ্যম হচ্ছে আপনি সম্পূর্ণ মার্কশিট সহ বের করতে পারবেন এবং আরেকটি হচ্ছে আপনি কত পয়েন্ট বা গ্রেড পাইছেন সেটা দেখতে পারবেন। একটি হলো ওয়েবসাইটের মাধ্যমে ও অ্যাপসের মাধ্যমে এবং আরেকটি হল এসএমএস এর মাধ্যমে। তবে এখানে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে ওয়েবসাইট। কারণ আপনি যদি ওয়েবসাইটের মাধ্যমে আপনার রেজাল্ট চেক করেন সেক্ষেত্রে আপনি সম্পূর্ণ মার্কশীট সহ বের করতে পারবেন। তাহলে চলুন জেনে নিন কিভাবে আপনি ৩টি মাধ্যমে আপনার রেজাল্ট বের করবেন।

SSC পরিক্ষা ফেল করলেও ভর্তি হতে পারবে কলেজে! কিন্তু কি ভাবে?

আপনি যদি ওয়েবসাইটের মাধ্যমে আপনার রেজাল্ট বের করতে চান তাহলে নিচের কিছু ধাপ রয়েছে সে ধাপগুলো আগে দেখুন। ধাপগুলো দেখে আপনি শিখে নিন কিভাবে আপনি ওয়েবসাইটের মাধ্যমে আপনার রেজাল্ট বের করবেন।

কিভাবে ওয়েবসাইটে রেজাল্ট চেক করবেন

Step-1: প্রথমে আপনি নিচে লিংকে ক্লিক করুন
Go to Link- educationboardresult

আপনি ওপরে লিংকে ক্লিক করলে আপনাকে অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে যাবে যেটি আমাদের রেজাল্ট দেখার মূল ওয়েবসাইট। এখন আপনাকে এখানে যা যা করতে হবে। রেজাল্ট চেক করার জন্য আপনাকে ছয়টি তথ্য দিতে হবে।

1ExaminationExamination ক্লিক করে আপনি SSC সিলেক্ট করুন
2YearSelect One ক্লিক করে 2024 সিলেক্ট করুন
3BoardSelect One ক্লিক করে Dhaka সিলেক্ট করুন
4Rollআপনার Admit কর্ডের রোল নাম্বারটি লিখুন
5Reg: Noআপনার এডমিট কার্ডের রেজিষ্ট্রেশন নাম্বার লিখুন
6ক্যাপসা পূরনআপনাকে ছোট একটা যোগফল লিখতে হবে।
বাম পাশে দেখুন একটা যোগ আছে
যে কোন সংখ্যা থাকবে সেটি যোগ করে
যত ফলাফল হবে সেটি লিখুন
যেমন ছবি দেখুন:

ঢাকা বোর্ড এসএসসি রেজাল্ট চেক করুন এসএমএসের মাধ্যমে

প্রথমে আপনি আপনার স্মার্টফোনের এসএমএস অ্যাপ এ চলে যাবেন। তারপর অ্যাপের ভেতরে দেখবেন “Start Chat” চ্যাট অথবা “Send SMS লেখা থাকবে সেটির পর আপনি ক্লিক করবেন।

এরপর আপনার কাছে একটি নাম্বার চাইবে To অপশনে। আপনি 16222 নাম্বারটি লিখে দিয়ে নেক্সটে ক্লিক করবেন।

এরপর আপনাকে সবগুলো বড় হাতের যেমন- “SSC DHA 123456 2024” এখানে প্রথমে আপনি SSC বড় হাতে দিয়ে স্পেস দিয়ে আবার বড় হাতে DHA লিখবেন আবার স্পেস দিবেন এবার আপনার এডমিট কার্ডের রোল নাম্বারটা লিখবেন তারপর আবার স্পেস দিবেন তারপর 2024 লিখবেন এবার আপনি সেন্ড করে দিবেন।

আরো বুঝতে ছবিটি দেখুন:

ঢাকা বোর্ড এসএসসি রেজাল্ট বাটন ফোনে চেক

বাটন ফোনে এসএমএস এ গিয়ে দেখুন Write Massage ক্লিক করুন।

এরপরে মেসেজে লিখুন সবগুলো বড় হাতের SSC DHA 123456 2024 এরকম লিখবেন কিন্তু ওখানে আমি 123456 এটা দেখেছি আপনাদেরকে বোঝানোর জন্য ওখানে শুধুমাত্র আপনাদের এডমিট কার্ডের রোল নাম্বারটি লিখে দেবেন।

এরপরে আবারো মাঝখানে ক্লিক করুন। তারপরে আপনি Enter Number ক্লিক করুন। এরপর আপনাকে 16222 এই নাম্বারটি লিখতে হবে। এটা লিখে আপনি সেন্ড করে দেবেন। আপনার ফোন থেকে ২ টাকা ৪৭ পয়সায় কেটে নিয়ে যাবে।

আরো বুঝতে ছবিগুলো দেখুন:

সতর্কতা: আপনার রেজাল্টটি বের না হওয়া পর্যন্ত আপনি কখনো এসএমএস পাঠাবেন না। আপনি যদি এসএমএস পাঠান সে ক্ষেত্রে আপনার ফোন থেকে টাকা কেটে নিয়ে যাবে। তাই যেই তারিখে আপনার রেজাল্ট প্রকাশ করা হবে। সেদিনই আপনি এই এসএমএসটি ডায়াল করবেন তাহলে আপনার রেজাল্টটি আপনি দেখতে পারবেন।

এসএসসি রেজাল্ট চেক অ্যাপসের মাধ্যমে

প্রিয় শিক্ষার্থী আপনার রেজাল্ট চেক করতে পারেন অ্যাপসের মাধ্যমে। প্লে স্টোর থেকে ” Result App: SSC HSC 2024″ এই অ্যাপসটি ইন্সটল করে নিন।

এই অ্যাপসের মধ্যে ওয়েবসাইটের সার্ভার এড করা রয়েছে। এখানে আপনি এসএসসির সকল প্রকার রেজাল্ট চেক করতে পারবেন। এই এপটির মধ্যে সকল কিছু গুছিয়ে রাখা রয়েছে। আপনি খুব সহজেই এই একটি অ্যাপস ব্যবহার করে এসএসসি রেজাল্ট চেক করতে পারবেন। এখানে শুধুমাত্র নিজস্ব রেজাল্ট চেক নয় আপনার জেলা অথবা বোর্ডের সকল রেজাল্ট চেক করতে পারবেন।

  • প্রথমে অ্যাপসটি Open করুন তারপর সকল পারমিশন এলাউ করে দিন।
  • তারপর ” এসএসসি রেজাল্ট ” বাটনে ক্লিক করুন।
  • এরপর তিনটি সার্ভার পাবেন সবচেয়ে ভালো হবে ” বোর্ড সার্ভার ” বাটনে ক্লিক করুন।
  • পরের পেজে আসুন – কোন বোর্ড সেটির উপর ক্লিক করুন।
  • এই পেজে সকল তথ্য দিয়ে সাবমিট করুন।

এখান থেকে যখন আপনার রেজাল্ট আসবে সেটি আপনি PDF ফাইল করে ডাউনলোড করে নিতে পারবেন।

Post Share Now

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *