Degree 2nd Year Routine 2024 | ডিগ্রি ২য় বর্ষের পরীক্ষার রুটিন ২০২৪ ( PDF Download)

Degree 2nd Year Routine Publish 2024

জাতীয় বিশ্ববিদ্যালয় ১৬ই মে ২০২৪ তারিখে ডিগ্রি ২য় বর্ষের পরিক্ষার রুটিন প্রকাশ করেছেন। এই রুটিনে কত তারিখ থেকে পরীক্ষা শুরু হবে এবং কোন বিষয়ে কত তারিখ পরীক্ষা হবে বিস্তারিত সকল কিছু হয়েছে।

হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনাদের জন্য য়ারা ২০২৪ সালে দেখি পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য রুটিন নিয়ে আসছি। এই পিডিএফ ফাইলটি আপনি ডাউনলোড করে সংরক্ষণ করে রাখতে পারবেন আপনার ফোনে।

ডিগ্রি ২য় বর্ষের পরীক্ষা শুরু ও শেষ তারিখ

ডিগ্রি ২য় বর্ষের পরীক্ষা শুরু হবে ২৫ই জুন ২০২৪ তারিখ থেকে ০২ই সেপ্টেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত।

জাতীয় বিশ্ববিদ্যালয়

২০২২ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ পরীক্ষার সময়সূচি:

সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২২ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ পরীক্ষা আগামী ২৫/০৬/২০২৪ তারিখ হতে নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। কোন কারণ দর্শানো ব্যতিরেকে পরীক্ষার সময়সূচি পরিবর্তন করার অধিকার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।

তারিখ ও দিনবিষয় ও বিষয় কোডপত্র
২৫/০৬/২০২৪
মঙ্গলবার
বাংলা জাতীয় ভাষা (১৩১০০১)/বাংলা জাতীয় ভাষা বিকল্পপত্র (১৩১০০৩)আবশ্যিক
২৬/০৬/২০২৪ বুধবারমনোবিজ্ঞান (১২৩৪০১) (ক্রীড়াবিজ্ঞান (১২৪৬০১)৩য় পত্র
২৭/০৬/২০২৪ বৃহস্পতিবারগার্হস্থ্য অর্থনীতি (১২৩৫০১) /ড্রাম্য এন্ড মিডিয়া স্টাডিজ (১২৫১০১)৩য় পত্র
০১/০৭/২০২৪
সোমবার
ভূগোল ও পরিবেশ (১২৩২০১) / জেনারেল সায়েন্স ফুড এন্ড নিউট্রিশন (১২৬০০৫)/
হিসাববিজ্ঞান (১২২৫০১)
৩য় পত্র
০৩/০৭/২০২৪
বুধবার
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি (১২১৬০১)/রসায়ন (১২২৮০১)/ ইতিহাস (১২১৫০১)৩য় পত্র
১০/০৭/২০২৪
বুধবার
অর্থনীতি (১২২২০১) /প্রাণিবিজ্ঞান (১২৩১০১)৩য় পত্র
১৫/০৭/২০২৪
সোমবার
রাষ্ট্রবিজ্ঞান (১২১৯০১)/উদ্ভিদবিজ্ঞান (১২৩০০১)/ ফিন্যান্স এন্ড ব্যাংকিং (১২২৪০১)৩য় পত্র
২২/০৭/২০২৪
সোমবার
ইসলামিক স্টাডিজ (১২১৮০১)/এপ্লাইড হোম ইকোনমিক্স (১২৬০০৯)/ব্যবস্থাপনা (১২২৬০১)৩য় পত্র
২৪/০৭/২০২৪
বুধবার
দর্শন (১২১৭০১)/মৃত্তিকা বিজ্ঞান (১২৩৩০১)/৩য় পত্র
৩০/০৭/২০২৪
মঙ্গলবার
গণিত (১২৩৭০১)/ গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান (১২৩৮০১) / উচ্চাঙ্গ সংগীত (১২৪৫০১)৩য় পত্র
০৬/০৮/২০২৪
মঙ্গলবার
বাংলা সাহিত্য (ঐচ্ছিক) (১২১০০১)/ ইংরেজি (ঐচ্ছিক) (১২১১০৫ ) / বেসিক হোম ইকোনমিক্স (১২৬০০১)/ আরবি (১২১২০১) / পালি (১২১৪০১) / সংস্কৃত (১২১৩০১)৩য় পত্র
১২/০৮/২০২৪
সোমবার
পরিসংখ্যান (১২৩৬০১) / রবীন্দ্র সংগীত (১২৪৫০৩) / নজরুল সংগীত (১২৪৫০৫) / লোক সংগীত (১২৪৫09)৩য় পত্র
১৩/০৮/২০২৪ মঙ্গলবারসমাজবিজ্ঞান (১২২০০১) / সমাজকর্ম (১২২১০১ ) পদার্থবিজ্ঞান ( ১২২৭০১) / মার্কেটিং (১২২৩০১)৩য় পত্র
১৪/০৮/২০২৪
বুধবার
অর্থনীতি (১২২২০৩) / প্রাণিবিজ্ঞান (১২৩১০৩)৪র্থ পত্র
১৮/০৮/২০২৪
রবিবার
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি (১২১৬০৩) / রসায়ন (১২২৮০৩) / ইতিহাস (১২১৫০৩ ) /হিসাববিজ্ঞান (১২২৫০৩)৪র্থ পত্র
১৯/০৮/২০২৪
সোমবার
ইসলামিক স্টাডিজ (১২১৮০৩) / এপ্লাইড হোম ইকোনমিক্স (১২৬০১১) / মার্কেটিং (১২২৩০৩)৪র্থ পত্র
২০/০৮/২০২৪
মঙ্গলবার
দর্শন (১২১৭০৩) /মৃত্তিকা বিজ্ঞান (১২৩৩০৩)৪র্থ পত্র
২১/০৮/২০২৪
বুধবার
সমাজবিজ্ঞান (১২২০০৩) / সমাজকর্ম (১২২১০৩) / পদার্থবিজ্ঞান ( ১২২৭০৩)৪র্থ পত্র
২২/০৮/২০২৪
বৃহস্পতিবার
ভূগোল ও পরিবেশ (১২৩২০৩) / জেনারেল সায়েন্স ফুড এন্ড নিউট্রিশন (১২৬০০৭)৪র্থ পত্র
২৫/০৮/২০২৪
রবিবার
রাষ্ট্রবিজ্ঞান (১২১৯০৩) / উদ্ভিদবিজ্ঞান (১২৩০০৩) / ফিন্যান্স এন্ড ব্যাংকিং (১২২৪০৩)৪র্থ পত্র
২৭/০৮/২০২৪
মঙ্গলবার
মনোবিজ্ঞান (১২৩৪০৩) / ক্রীড়াবিজ্ঞান (১২৪৬০৩) / ব্যবস্থাপনা (১২২৬০৩)৪র্থ পত্র
২৮/০৮/২০২৪
বুধবার
গণিত (১২৩৭০৩/ গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান (১২৩৮০৩) / উচ্চাঙ্গ সংগীত (ব্যবহারিক) (১২৪৫০২)৪র্থ পত্র
২৯/০৮/২০২৪বাংলা সাহিত্য (ঐচ্ছিক) (১২১০০৩) / ইংরেজি (ঐচ্ছিক) (১২১১০৭) / বেসিক হোম ইকোনমিক্স (১২৬০০৩)/ আরবি (১২১২০৩) (পালি (১২১৪০৩)/ সংস্কৃত (১২১৩০৩)৪র্থ পত্র
০১/০৯/২০২৪গার্হস্থ্য অর্থনীতি (১২৩৫০৩)/ ড্রামা এন্ড মিডিয়া স্টাডিজ (১২৫১০৩)৪র্থ পত্র
০২/০৯/২০২৪পরিসংখ্যান (১২৩৬০৩)/ রবীন্দ্র সংগীত (ব্যবহারিক) (১২৪৫০৪)/
নজরুল সংগীত (ব্যবহারিক) (১২৪৫০৬) / লোক সংগীত (ব্যবহারিক) (১২৪৫০৮)
৪র্থ পত্র
এসএসসি শিক্ষার্থীদের দিচ্ছে ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২৪: আবেদন করার নিয়ম

Degree 2nd Year Exam 2024

বোর্ড নামজাতীয় বিশ্ববিদ্যালয়
পরীক্ষার সাল২০২২
পরীক্ষা কোড১১০২
পরীক্ষা শুরু তারিখ২৫ই জুন ২০২৪
পরীক্ষা আরম্ভ সময়দুপুর ১.৩০ টা থেকে
পরীক্ষার শেষ তারিখ০২ সেপ্টেম্বর
পরীক্ষার সময়কালপ্রশ্নপত্রে উল্লিখিত সময়কাল

ডিগ্রি ২য় বর্ষ পরীক্ষার প্রবেশপত্র

  1. কলেজের অধ্যক্ষগণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.nu.ac.bd হতে কলেজের password ব্যবহার করে পরীক্ষার্থীদের প্রবেশপত্র ডাউনলোড ও প্রিন্ট করে বিতরণ করবেন। বিতরণের পূর্বে প্রবেশপত্রের অধ্যক্ষের নির্ধারিত স্থানে সংশ্লিষ্ট কলেজ অধ্যক্ষ মহোদয়ের স্বাক্ষর/ ফ্যাক্সিমিলি করবেন। পরীক্ষা শুরুর অন্তত পক্ষে ৩ দিন পূর্বে প্রবেশপত্র বিতরণের কাজ শেষ করতে হবে।
  2. পরীক্ষার্থীরা প্রবেশপত্রে উল্লিখিত বিষয় কোড অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণ করবে।
  3. ব্যবহারিক পরীক্ষার স্থান, তারিখ ও সময় পরে জানানো হবে। (ব্যবহারিক পরীক্ষার স্থান, তারিখ ও সময় পরীক্ষার্থীবৃন্দ নিজ দায়িত্বে জেনে নিবেন। ব্যবহারিক পরীক্ষার্থীদের ব্যবহারিক বিষয়ের কেন্দ্র ফি সংশ্লিষ্ট ব্যবহারিক পরীক্ষা কেন্দ্রে জমা দিতে হবে।
  4. ওয়েব-সাইট (www.nu.ac.bd/admit) হতে পরীক্ষার্থীর রোল বিবরণী ডাউনলোড করে ২ কপি প্রিন্ট আউট নিয়ে ১ কপি সংশ্লিষ্ট কলেজে সংরক্ষণপূর্বক ১ কপি কেন্দ্র ফি বাবদ আদায়কৃত ৪৫০/- টাকার মধ্যে ৩০০/- টাকা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার (যে কেন্দ্রে সংশ্লিষ্ট কলেজের পরীক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে সে কেন্দ্রের) নিকট পরীক্ষানুষ্ঠানের ০৩ দিন পূর্বেই জমা দিতে হবে। অবশিষ্ট ১৫০/- টাকা দিয়ে সংশ্লিষ্ট কলেজের পরীক্ষা সংক্রান্ত ব্যয় নির্বাহ করতে হবে।
  5. পরীক্ষার হলে হাজিরা গ্রহণের সময় মূল রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র প্রদর্শন করতে হবে।
  6. পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য ও নির্দেশনা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.nu.ac.bd এ পাওয়া যাবে। পরীক্ষা সংক্রান্ত জরুরী তথ্যের জন্য পরীক্ষা চলাকালিন প্রতিদিন অন্তত ৩ বার (সকাল, দুপুর, রাত) জাতীয় বিশ্ববিদ্যালয়ের উল্লিখিত ওয়েব সাইট ভিজিট করার জন্য অনুরোধ করা হ’ল। উল্লেখ্য কোন বিজ্ঞপ্তি ডাক মারফত প্রেরণ করা হবে না। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ছাড়া অন্য কোন সোশাল মিডিয়ার বিজ্ঞপ্তি গ্রহণযোগ্য হবে না।
Post Share Now

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *