দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের নতুন ছবি ‘কুলি’ মুক্তির মাত্র পাঁচ দিনেই ছুঁয়ে ফেলেছে ২০০ কোটি রুপির মাইলফলক। ১৪ আগস্ট মুক্তির পর থেকেই সিনেমাটি ঝড় তুলেছে বক্স অফিসে। তবে প্রথম সোমবারে কিছুটা ভাটা পড়লেও আয় এখনো বেশ শক্তিশালী অবস্থানে রয়েছে।
দুর্দান্ত সূচনা ও লম্বা উইকেন্ড
মুক্তির প্রথম দিনেই ছবিটি সংগ্রহ করে ৬৫ কোটি রুপি। স্বাধীনতা দিবসের দিনে (১৫ আগস্ট) সর্বোচ্চ ৫৪.৭৫ কোটি রুপি আয় করে নতুন রেকর্ড গড়ে। তবে শনিবার আয় কমে দাঁড়ায় ৩৯.৫ কোটি এবং রবিবারে আরও কিছুটা নেমে হয় ৩৫.২৫ কোটি রুপি।
প্রথম চার দিনের শেষে ছবিটির ভারতীয় আয় দাঁড়ায় প্রায় ১৯৪.৫০ কোটি রুপি।
সোমবারের ধাক্কা
পঞ্চম দিনে অর্থাৎ সোমবার ছবিটি সংগ্রহ করেছে প্রায় ১২ কোটি রুপি (প্রাথমিক হিসাব অনুযায়ী)। যদিও এটি একটি বড় ধস বলা যায়, তবে বিশেষ করে তামিলনাড়ুতে রাতের শো-তে দর্শকদের ভিড় আয়কে ধরে রাখতে সহায়তা করেছে। এ পর্যন্ত সিনেমাটির ভারতের মোট আয় দাঁড়িয়েছে আনুমানিক ২০৬.৫০ কোটি রুপি।
আঞ্চলিক আয় বিভাজন
সবচেয়ে বেশি সাফল্য এসেছে তামিল সংস্করণে, যেখানে আয় প্রায় ১২৮.০৫ কোটি রুপি। এরপর রয়েছে তেলেগু সংস্করণ, আয় ৪৫.১ কোটি রুপি এবং হিন্দি ডাব সংস্করণে আয় হয়েছে প্রায় ১৯.৭৫ কোটি রুপি। এভাবে বহু ভাষায় সমানতালে ব্যবসা করে ‘কুলি’ ২০২৫ সালের অন্যতম সফল প্যান-ইন্ডিয়া সিনেমায় পরিণত হয়েছে।
আরো পড়ুন:
রাম চরণ ও আল্লু অর্জুনের ১৮ বছরের দূরত্ব: নায়িকা নেহা শর্মা কি আসল কারণ?
রজনীকান্তের ধারাবাহিক সাফল্য
*‘কুলি’*র মাধ্যমে রজনীকান্ত টানা চতুর্থবারের মতো ১০০ কোটির ওপরে আয়ের ছবি উপহার দিলেন। ছবিটি এখন তাঁর ২০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে, যেখানে গত বছরের *‘ভেট্টাইয়ান’*ও জায়গা করে নিয়েছিল (আয় ২৫০ কোটির বেশি)। এর আগে ‘জেলার’ ও ‘২.০’ তাঁর সর্বোচ্চ আয় করা সিনেমা হিসেবে রেকর্ড গড়েছে, যেগুলো প্রত্যেকটিই ৬০০ কোটির বেশি ব্যবসা করেছে।
আগামীর সম্ভাবনা
যদিও সোমবার আয়ে ধস নেমেছে, তবে বিশ্লেষকদের ধারণা—আগামী এক সপ্তাহ দক্ষিণ ভারতে ছবিটি এখনো শক্ত অবস্থান ধরে রাখবে। সব ঠিক থাকলে ‘কুলি’ ২০২৫ সালের সর্বাধিক আয় করা সিনেমার তালিকায় নাম লেখাতে পারে।
বিবৃতি (Disclaimer): এই প্রতিবেদনে উল্লেখিত আয়ের পরিসংখ্যান বিভিন্ন বক্স অফিস রিপোর্ট ও প্রাথমিক অনুমান থেকে সংগৃহীত। প্রকৃত সংখ্যা কিছুটা ভিন্ন হতে পারে।
সূত্র: ইন্ডিয়ান টাইমস