Thursday, August 21, 2025
HomeCoolie বক্স অফিসে ঝড়: ব্রহ্মাস্ত্র-‘কান্তারা’কে ছাড়িয়ে গেল রজনীকান্তের ছবি

Coolie বক্স অফিসে ঝড়: ব্রহ্মাস্ত্র-‘কান্তারা’কে ছাড়িয়ে গেল রজনীকান্তের ছবি

রজনীকান্ত অভিনীত ‘কুলি’ বিশ্বজুড়ে বক্স অফিসে এক সপ্তাহে সংগ্রহ করেছে ৪৩২ কোটি রুপি, যা ছাড়িয়ে গেছে রণবীর কাপুরের ব্রহ্মাস্ত্র এবং ঋষভ শেঠির কান্তারার আজীবন আয়কে। লোকোশ কানাগারাজ পরিচালিত এই ছবির পরবর্তী লক্ষ্য বিজয়ের ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম (GOAT)’।

বক্স অফিসে ‘কুলি’র জয়যাত্রা

প্রথম চার দিনে বিশ্বব্যাপী ৩৫০ কোটির বেশি আয় করে দুর্দান্ত সূচনা করে ‘কুলি’। তবে পঞ্চম দিনে (সোমবার) আয় কমে যায় প্রায় ৬৫ শতাংশ। তারপর থেকে প্রতিদিন আয়ের হার কমতে থাকলেও শুরুতে জমে ওঠা গতি ছবিকে এগিয়ে রেখেছে।

Coolie বক্স অফিসে ঝড় ব্রহ্মাস্ত্র ‘কান্তারাকে ছাড়িয়ে গেল রজনীকান্তের ছবি 3
কুলি মুভি। ছবি: ভিডিও স্কিনশট

ভারতে ছবিটি এখন পর্যন্ত আয় করেছে নেট ২২২.৫০ কোটি রুপি (গ্রস ২৬৬ কোটি)। বিদেশি বাজারেও ছবিটি রেকর্ড গড়েছে, বিশেষত তামিল সিনেমার ক্ষেত্রে। ট্রেড সূত্র অনুযায়ী, বিদেশে এ পর্যন্ত আয় প্রায় ২০ মিলিয়ন ডলার (১৬৬ কোটি রুপি)। সব মিলিয়ে বিশ্বব্যাপী ৭ দিনে ছবির মোট আয় দাঁড়িয়েছে ৪৩২ কোটি রুপিতে।

ব্রহ্মাস্ত্র ও কান্তারাকে ছাড়িয়ে গেল ‘কুলি

৪৩২ কোটি রুপির সংগ্রহের মধ্য দিয়ে কুলি পেছনে ফেলেছে রণবীর কাপুর অভিনীত ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান (৪৩১ কোটি) ও ঋষভ শেঠির কান্তারা (৪১৬ কোটি)-কে। এর আগে ছবিটি অতিক্রম করেছে কমল হাসানের সর্বোচ্চ আয়ের ছবি বিক্রম (৪১৪ কোটি)-কেও।

এখন ছবিটির সামনে চ্যালেঞ্জ বিজয়ের দ্য গ্রেটেস্ট অব অল টাইম (GOAT), যার বিশ্বব্যাপী আয় আনুমানিক ৪৫০ কোটি রুপি। দ্বিতীয় সপ্তাহান্তে কুলি সহজেই ৪৫০ কোটির সীমা অতিক্রম করতে পারে বলেই ধারণা করা হচ্ছে। তবে ৬০০ কোটির স্বপ্ন এখন আর সহজ মনে হচ্ছে না।

Coolie বক্স অফিসে ঝড় ব্রহ্মাস্ত্র ‘কান্তারাকে ছাড়িয়ে গেল রজনীকান্তের ছবি 1
কুলি মুভি। ছবি: ভিডিও স্কিনশট

কাহিনি ও অভিনয়শিল্পী

লোকোশ কানাগারাজ পরিচালিত ছবিতে রজনীকান্তকে দেখা গেছে অবসরপ্রাপ্ত এক কুলি চরিত্রে, যিনি বন্ধুর রহস্যমৃত্যুর তদন্তে নামলে জড়িয়ে পড়েন এক গ্যাংস্টারের কার্যক্রমে। ছবিতে আরও আছেন নাগার্জুনা, শ্রুতি হাসান, সৌবিন শাহির, উপেন্দ্র ও সত্যরাজ। এছাড়া বিশেষ চমক হিসেবে আমির খানও প্রথমবারের মতো তামিল ভাষার ছবিতে অতিথি চরিত্রে অভিনয় করেছেন।

আরো পড়ুন: প্রয়াণ দিবসে স্মরণীয় নায়ক রাজ্জাক, বাংলা সিনেমার অমর নায়করাজ

Ratan Datta
Ratan Datta
আমি রতন দত্ত "স্টার শান্ত" ওয়েবসাইটে ম্যানেজিং ও এডিটর হিসেবে নিয়োজিত রয়েছি। আমি খেলাধুলা, অটোমোবাইল, বিনোদন ও বিভিন্ন বিষয় লেখালেখি করি এবং আমার লক্ষ্য আপনাকে গুরুত্বপূর্ণ তথ্য ও সহজে বোঝানো।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ