Blurrr Best Video Editing Apps 2024 | ভিডিও এডিটিং সফটওয়্যার
অবশেষে বেস্ট ভিডিও এডিটিং সফটওয়্যার Apple Store থেকে Play Store চলে আসছে। যেটি Cupcut ও Alight Motion এর সকল ফিচার একটি এপসের মধ্যেই পেয়ে যাবেন। এই অ্যাপটি দিয়ে আপনি প্রফেশনাল ভিডিও এডিটিং করতে পারবেন। অ্যাপটির নাম Blurrr-Music Video Editor APP যেটি এপেল স্টোরে ছিল এখন অ্যান্ড্রয়ে স্টোরে পাবেন।
Blurrr-Music Video Editor APP টি ২৮ই অক্টোবর ২০২৩ সালে রিলিজ করা হয়েছে। মাত্র ৪ মাসে এপসটি 1M+ ডাউনলোড হয়েছে। তাহলে ভাবুন কি পরিমাণ মানুষ এই এপসটি প্রতি চাহিদা। যেখানে অন্যান্য এপসের এক মিলিয়ন ডাউনলোড হতে প্রায় এক বছর সময় লেগে যায়। আর সেখানে এপসটি কয়েক মাসেই মিলিয়ন ডাউনলোড ছাড়িয়েছে। এপসটি সর্বশেষ আপডেট করা হয়েছে ২০ শে ফেব্রুয়ারি ২০২৪ সালে।
Blurrr এপসটি খুব দ্রুত পপুলার দিকে যাচ্ছে। তাই আপনি আজ থেকেই আপনার ভিডিও এডিটিং করার জন্য এপসটি ব্যবহার করা শুরু করে দিতে পারেন। তবে এপসটি শুধু যাদের মোবাইল ফোন অ্যান্ড্রয়েড ১০ ভার্ষন বা এর বেশি তারাই এপসটি ব্যবহার করতে পারবেন। এপসটির সাইজ 127MB যেটা একটু ভারী এপ্লিকেশন তাই মোটামুটি ফোন প্রয়োজন।
Blurrr-Music Video Editor App Download
Blurrr এপসটি প্লে স্টোর থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তাই প্লে স্টোরে গিয়ে সার্স করুন “Blurrr” লিখে তারপর এপসটি ইনস্টল করে নিন। এরপর এপসটি Open করেন।
Blurrr এপস ওপেন করলে পারমিশন এলাউ করে দিন এবং সকল পেজ গুলো Next ক্লিক করুন এবং Start ক্লিক করে শুরু করুন। এই এপসটি আগে সম্পূর্ণ ফ্রি ছিল কিন্তু এখন তারা মেম্বারশিপ চালু করছে যেটা টাকা দিয়ে কিনে নিতে হবে। তো মেম্বারশিপ আপগ্রেড না করেই আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন। তবে কিছু ফিচার কম পাবেন তবুও ভালো ভিডিও এডিটিং করতে পারবেন।
এপটি দিয়ে যেকোনো সাইজের ফ্রেমের ভিডিও এডিটিং করতে পারবেন। এছাড়া সোশ্যাল মিডিয়ার সকল ফ্রেম পেয়ে যাবেন। ভিডিওর কোয়ালিটি 480p, 720p, 1080p পর্যন্ত পাবেন।
Blurrr এপসটি দিয়ে আপনি 3D এনিমেশন ভিডিও তৈরি করতে পারবেন। এছাড়া ভিডিও কোয়ালিটি কনভার্ট থেকে HD তে রুপান্তর করতে পারবেন।
এই এপসটি দিয়ে আপনি সকল প্রকার ভিডিও এডিটিং করতে পারবেন। আর সবচেয়ে ভালো দিক হলো আপনি যদি শর্টস বা টিকটক এর জন্য ভিডিও এডিটিং করতে চান তাহলে খুব ইজি ভাবে ভিডিও এডিটিং করতে পারবেন। কারন এখানে Fx ও Effect অসাধারণ রয়েছে।
Blurrr Apps Tools
- Video/Photo
- Transform
- Position
- Scale
- Rotate
- Tilt
- Anchor
- Fx
- Replaced
- Time Remapping
- Separate
- Volume
- Interpolate
- Blending
- Create
- Transform
- Music
- Fx
- Text
- Edit
- Transform
- Fx
- Blending
- Create
- Shapes
- Null
- Transform
- Fx
- Create
- Camera
শেষ কথা
এই ধরনের আরো ভিডিও এডিটিং সফটওয়্যার খোঁজ পেতে আমাদের গুগল নিউজ ফলো করুন।
Tag: ভিডিও এডিটিং সফটওয়্যার, মোবাইলে ভিডিও এডিটিং সফটওয়্যার, ভিডিও এডিট করার সফটওয়্যার, ভিডিও এডিটিং এপস, ভিডিও এডিট করার অ্যাপস, মোবাইলে কিভাবে ভিডিও এডিট করা যায়, মোবাইলে ভিডিও এডিটিং, ভিডিও এডিটিং অ্যাপস, ভিডিও করার সফটওয়্যার, video editing apps, best video editing apps, best video editing apps for android, video editing apps free, top video editing apps, best video editing apps for iphone, video editing apps for iphone, video editing apps android, video editing apps apk, android video editing apps