Wednesday, September 3, 2025
HomeAther 450 Apex এ এল নতুন Infinite Cruise ফিচার

Ather 450 Apex এ এল নতুন Infinite Cruise ফিচার

ভারতে ইলেকট্রিক স্কুটারের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। পরিবেশবান্ধব, খরচ সাশ্রয়ী ও আধুনিক ফিচারসমৃদ্ধ হওয়ায় অনেকেই এখন বাইকের পরিবর্তে ই-স্কুটারের দিকে ঝুঁকছেন। সেই তালিকায় শীর্ষে থাকা ব্র্যান্ডগুলোর একটি হলো Ather Energy। সম্প্রতি তারা তাদের ফ্ল্যাগশিপ মডেল Ather 450 Apex-এ যুক্ত করেছে একেবারে নতুন ও অভিনব ফিচার – Infinite Cruise

এক্সক্লুসিভ Infinite Cruise: অন্যরকম অভিজ্ঞতা

সাধারণত প্রচলিত ক্রুজ কন্ট্রোল ব্রেক করলেই বন্ধ হয়ে যায়। কিন্তু এথারের নতুন ‘Infinite Cruise’ প্রযুক্তি সেই ধারা বদলে দিল। এই ফিচার স্কুটারটিকে আরও স্মার্ট ও ব্যবহারবান্ধব করে তুলেছে। এতে রয়েছে তিনটি বিশেষ মোড:

  • সিটি ক্রুজ – ব্যস্ত নগর জীবনে আরামদায়ক রাইডিংয়ের জন্য
  • হিল কন্ট্রোল – পাহাড়ি ও উঁচু-নিচু রাস্তায় বাড়তি সাপোর্টের জন্য
  • ক্রল কন্ট্রোল – জ্যামে বা ধীরগতির পরিস্থিতিতে সহজ চলাচলের জন্য

প্রতিটি মোড আলাদা রাইডিং কন্ডিশনে ভিন্ন অভিজ্ঞতা দেবে, যা রাইডারদের যাত্রাকে করবে আরও নির্ভার।

Ather 450 apex এ এল নতুন infinite cruise ফিচার 3
Ather 450 Apex. ছবি: সংগৃহীত

ফিচার ও ডিজাইনের আকর্ষণ

Infinite Cruise ছাড়াও Ather 450 Apex আগের মতোই ধরে রেখেছে তার পরিচিত কিছু চমকপ্রদ বৈশিষ্ট্য। এর Warp+ মোড ব্যবহারকারীদের দ্রুতগতির রাইডিংয়ের স্বাদ দেয়। আর ট্রান্সপারেন্ট বডি প্যানেল এটিকে আলাদা ভিজ্যুয়াল পরিচয় দেয়, যা একে আরও প্রিমিয়াম লুক এনে দিয়েছে।

আরো পড়ুন:

ইয়ামাহা এনেছে রেভ ইন সেপ্টেম্বর ২০২৫, ক্যাশব্যাক ও ভ্রমণ সুযোগ

মেকানিক্যাল দিক থেকে বড় কোনো পরিবর্তন আনা হয়নি। স্কুটারটিতে রয়েছে 7kW ক্ষমতার ইলেকট্রিক মোটর এবং 3.7kWh ব্যাটারি প্যাক, যা দীর্ঘ রেঞ্জ ও স্থিতিশীল পারফরম্যান্স নিশ্চিত করে। শহুরে ব্যস্ততা থেকে শুরু করে লং রাইড, সব ক্ষেত্রেই এটি হতে পারে নির্ভরযোগ্য সঙ্গী।

Ather 450 apex এ এল নতুন infinite cruise ফিচার 1
Ather 450 Apex. ছবি: সংগৃহীত

দাম ও বাজারে অবস্থান

প্রিমিয়াম ফিচারের মতো এর দামও সেই মানদণ্ডেই রাখা হয়েছে। বর্তমানে ভারতে এর এক্স-শোরুম দাম শুরু হচ্ছে প্রায় ১.৭৫ লাখ রুপি থেকে। পারফরম্যান্স ও আধুনিক ফিচারের সমন্বয়ে এটি নিঃসন্দেহে ইলেকট্রিক টু-হুইলার বাজারে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবে।

ভারতের রাস্তাঘাট ও রাইডিং কন্ডিশনের কথা মাথায় রেখেই Ather 450 Apex-এ যুক্ত হয়েছে Infinite Cruise। শহরের যানজট, পাহাড়ি রাস্তা কিংবা ধীরগতির পরিবেশ, সব ক্ষেত্রেই রাইডারদের সুবিধা দেবে এই ফিচার। প্রযুক্তি, ডিজাইন ও পারফরম্যান্সের মিশেলে এথারের এই স্কুটার আগামী দিনে ইলেকট্রিক স্কুটারের জগতে বিশেষ স্থান করে নেবে বলেই আশা করা যায়।

ডিসক্লেইমার: এই প্রতিবেদনটি তথ্যভিত্তিক। মূল দামের তারতম্য অঞ্চল ও সময়ভেদে পরিবর্তিত হতে পারে। ক্রেতাদের উচিত কেনার আগে অফিসিয়াল শোরুম বা ডিলারের সঙ্গে যোগাযোগ করা।

Ratan Datta
Ratan Datta
আমি রতন দত্ত "স্টার শান্ত" ওয়েবসাইটে ম্যানেজিং ও এডিটর হিসেবে নিয়োজিত রয়েছি। আমি খেলাধুলা, অটোমোবাইল, বিনোদন ও বিভিন্ন বিষয় লেখালেখি করি এবং আমার লক্ষ্য আপনাকে গুরুত্বপূর্ণ তথ্য ও সহজে বোঝানো।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ