HomeAll Tech Tipsনতুন সংশোধিত এসএসসি পরীক্ষার রুটিন ২০২৫ pdf ডাউনলোড

নতুন সংশোধিত এসএসসি পরীক্ষার রুটিন ২০২৫ pdf ডাউনলোড

এসএসসি পরীক্ষার রুটিন ২০২৫ pdf

দেখে নিন নতুন সংশোধিত এসএসসি পরীক্ষার রুটিন ২০২৫ pdf অথবা ডাউনলোড করতে পারবেন। প্রতি বছরের মতো এবারেও চলে এসেছে সবচেয়ে বড় বোর্ড পরীক্ষা। বাংলাদেশে এসএসসি পরীক্ষায় সব থেকে বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করে থাকেন। আগে এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ হয়েছিলো। তার কিছু সংশোধিত হয়েছে।

{এই একই রুটিক সকল বোর্ডের জন্য}

নতুন সংশোধিত এসএসসি পরীক্ষার রুটিন ২০২৫ pdf

ব্যবহারিক পরীক্ষার সময়সূচি

বিষয়তারিখ ও দিনসময়স্থানমন্তব্য
সঙ্গীত (১৪৯) সহ সকল বিষয়ের ব্যবহারিক পরীক্ষা১৫/০৫/২০২৫ হতে ২২/০৫/২০১৫ তারিখ সকল বিষয়ের পর্যন্ত। (উল্লিখিত তারিখের মধ্যে অবশ্যই পরীক্ষা সম্পন্ন করতে হবে) এবং হবে। ২৫/০৫/২০২৫ তারিখের মধ্যে হাতে লেখা নম্বরফর্দ এবং ব্যাবহারিক উত্তরপত্র, আনুষঙ্গিক কাগজপত্রাদি ও স্বাক্ষরলিপি বিভাগ অনুযায়ী রোল নম্বরের ক্রমানুসারে সাজিয়ে হাতে হাতে মাধ্যমিক পরীক্ষা শাখায় জমা দিতে হবে।প্রতিদিন সকাল ১০টা হতে পরীক্ষা শুরু হবে।স্ব স্ব পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। (যে কেন্দ/ভেন্যুতে তত্ত্বীয় পরীক্ষা দিয়েছে) ১। সঙ্গীত বিষয়ের সঙ্গীত অংশের ব্যবহারিক পরীক্ষায় পরীক্ষার্থীকে প্রবেশপত্র, নিবন্ধনপত্র, বাদ্যযন্ত্র, তবলাবাদক ও সনাক্তকারী শিক্ষকসহ নিজ খরচে নির্ধারিত তারিখে সকাল ৯.৩০ মিনিটের মধ্যে কেন্দ্রে উপস্থিত হতে হবে। কোনোক্রমেই তত্ত্বীয় পরীক্ষার মূল উত্তরপত্র ব্যবহার  করা যাবে না। 

পরীক্ষার নিয়মাবলী:

১। পরীক্ষা শুরুর ৩০ (ত্রিশ) মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে।
২। প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে।
৩। প্রথমে বহুনির্বাচনি ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।
৪। পরীক্ষার্থীগণ তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের নিকট হতে পরীক্ষা আরম্ভের কমপক্ষে তিনদিন পূর্বে সংগ্রহ করবে।
৫। শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার শিক্ষা বিষয়সমূহ এনসিটিবি-এর নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠানসমূহ সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে। সংশ্লিষ্ট কেন্দ্র ব্যাবহারিক পরীক্ষার নম্বরের সাথে ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে প্রেরণ করবে।
৬। পরীক্ষার্থীগণ তাদের নিজ নিজ উত্তরপত্রের OMR ফরমে তার পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে। কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না।
৭। পরীক্ষার্থীকে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনি ও ব্যাবহারিক অংশে পৃথকভাবে পাস করতে হবে।
৮। প্রত্যেক পরীক্ষার্থী কেবল নিবন্ধনপত্রে বর্ণিত বিষয়/বিষয়সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। কোনো অবস্থাতেই ভিন্ন বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।
৯ । কোন পরীক্ষার্থীর পরীক্ষা (সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনি ও ব্যবহারিক) নিজ বিদ্যালয়ে/প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে না। পরীক্ষার্থী স্থানান্তরের মাধ্যমে আসন বিন্যাস করতে হবে।
১০। পরীক্ষার্থীগণ পরীক্ষায় সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে।
১১। কেন্দ্রসচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি/পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতে এবং ব্যবহার করতে পারবেন না ।
১২। সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনি ও ব্যাবহারিক পরীক্ষায় পরীক্ষার্থীর উপস্থিতির জন্য একই উপস্থিতি পত্র ব্যবহার করতে হবে।
১৩। ব্যবহারিক পরীক্ষা স্ব স্ব কেন্দ্র/ভেন্যুতে অনুষ্ঠিত হবে।
১৪। পরীক্ষার ফল প্রকাশের ০৭ (সাত) দিনের মধ্যে পুনঃনিরীক্ষার জন্য অনলাইনে SMS-এর মাধ্যমে আবেদন করা যাবে।

নতুন সংশোধিত এসএসসি পরীক্ষার রুটিন ২০২৫ pdf ডাউনলোড

২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার রুটিন পূর্বে প্রকাশ করা হয়েছিলো। যার গনিত পরীক্ষার তারিখ পিছানো হয়েছে। তাই আপনারা প্রতিনিয়ত এই নোটিশ গুলোর দিকে খেয়াল রাখবেন।

আরো পড়ুন: ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ ফ্রি যুব উন্নয়ন অধিদপ্তরে আবেদন করার নিয়ম

যেকোন সময় দেশের সার্বিক পরিস্থিতি অনুযায়ী পরীক্ষার সময় পরিবর্তন হতে পারে। এতে কোন শিক্ষার্থী দোষারপ করতে পারবেন না। তাই আপনরা প্রতিদিন খরব দেখতে পারেন। গুগলে শিক্ষা বিষয়ক আপডেট গুলো দেখতে পারেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles