কেমন হলো দাগি সিনেমার প্রথম গান – একটুখানি মন লিরিক্স

- Advertisement -
একটুখানি মন লিরিক্স

এই ঈদুল ফিতরে মুক্তি পাবে আফরান নিশোর দাগি সিনেমা। কেমন হলো দাগি সিনেমার প্রথম গান একটুখানি মন লিরিক্স । এই গানটিতে অভিনয় করেছেন তমা মির্জা এবং আফরান নিশো। গানটিতে কন্ঠ দিয়েছেন তাহসান খান এবং মাশা ইসলাম। সুর করেছেন সাজিদ সরকার। লিরিক্স লিখেছেন সাদাত হোসাইন।

কেমন হলো দাগি সিনেমার প্রথম গান একটুখানি মন লিরিক্স

গানটি রিলিস হয়েছে চোরকি ইউটিউব চ্যানেলে। এই গানটি হলো দাগি মুভির প্রথম গান। দাগি মুভিটি পরিচালনা করেছেন শিহাব শাহিন। প্রযোজনা প্রতিষ্ঠান গুলো হলো ‍SVF Alpha-i| Chorki ।

আফরান নিশো এবং তমা মির্জার দাগি সিনোমার প্রথম গান Ektukhani Mon (একটুখানি মন) ফুল লিরিক্স

তোমার জন্য ফুল কুড়িয়ে নিলে,

সাথে খানিক ভুল কুড়িয়ে নিলে,

কাজল চোখে তাকিয়ে যদি হাসি।

তাই ভেবে সন্ধ্যা নামে যদি,

চোখের কোলে কান্না জমায় নদী,

সব অভিমান ভুলে ফিরে আসি।

আমায় ছেড়ে কোথায় যাবে তুমি,

বলবে কে এমন করে ভালোবাসি?

আমায় দিও একটুখানি ছুয়ে,

আমায় দিও একটুখানি মন,

এই জনমের জন্ম মৃত্যু জানে,

তুমি ছাড়া শূন্য এ জীবন।

এই জনমের জন্ম মৃত্যু জানে,

তুমি ছাড়া শূন্য এ জীবন।

Song Title : Ektukhaani Mon
Singer : Tahsan Khan & Masha Islam
Composer : Sajid Sarker
Lyricist : Sadat Hossain

এর আগে আফরান নিশো এবং তমা মির্জা অভিনয় করেছিলেন সুরঙ্গ সিনেমায়। যা বেশ সারা ফেলেছিলো দর্শদের মাঝে। দাগি সিনেমার অফিসিয়াল টিজার এবং গান দেখে মনে হচ্ছে এই সিনেমাটিও অনেক সুন্দর হবে।

আরো পড়ুন: সাকিব খানের বরবাদ মুভির নতুন গান দ্বিধা আসছে | BORBAAD – Movie song “Didha”

মুভিটির টিজার এর রিভিউ সবাই ভালো বলেছেন। একটুখানি মন গানের লিরিক্স গুলো অনেক সুন্দর। সিনেমাটিতে একটু না পাওয়ার গল্প বলেছেন শিহাব শাহিন তা বোঝা যাচ্ছে গান দেখে।

আমাদের ফেসবুক পেজ

- Advertisement -
Latest news
- Advertisement -
- Advertisement -
Related Post

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here