
বরবাদ মুভির নতুন গান দ্বিধা
সাকিব খানের বরবাদ মুভির নতুন গান “দ্বিধা” আসছে এই ঈদে। সাকিব খানের “বরবাদ” সিনেমার প্রথম গানের এনাউন্সমেন্ট হিসাবে একটি টিজার মুক্তি পেয়েছে। গানটির নাম হলো ”দ্বিধা”। দ্বিধা গানটিতে কন্ঠ দিয়েছেন প্রীতম হাসান। গানটি মুক্তি পাবে ঈদুল ফিতর এর ঈদে।
সাকিব খান প্রিয়তমা সিনেমার পর থেকে একের পর এক হিট মুভি উপহার দিচ্ছে। এবার এই ঈদে আসছে “বরবাদ” মুভি। বরবাদ মুভি নিয়ে সব জায়গায় তোলপাড় হচ্ছে। সবাই বরবাদ সিনেমার প্রশংসায় পঞ্চমুখ। অধীর অপেক্ষা করছিলেন কবে বরবাদ সিনেমার গান প্রকাশ হবে। সেই খবর দিয়েছে পরিচালক মেহেদী হাসান হৃদয়।
সাকিব খানের বরবাদ মুভির নতুন গান “দ্বিধা” আসছে

দ্বিধা গানের এনাউন্সমেন্টটি মাত্র ৩৬ সেকেন্ড। গানটি প্রকাশ করেছেন Real Energy Production । গানটিতে সুর দিয়েছেন প্রীতম হাসান, গানের কথা লিখেছেন এনামুল তাহসিন। গানটির কোরিয়োগ্রাফি করেছেন- আদিল শেখ।
দ্বিধা গানের রিভিউ
গানটির প্রথম লিরিক্স হলো: কখনও বুঝি তোমায়, কখনও বুঝি না। তুমি ভালোবাসো নাকি তুমি ভালোবাসো না।

দ্বিধা গানটিতে দেখিয়েছেন ইধিকা কলেজে ক্লাস রুমে দাড়িয়ে মোবাইল দেখছে। তখন সাকিব খানকে দেখে ক্রাশ খেয়েছে। তাই এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সাবিক খান ও ইধিকাকে চশমা খুলে ইধিকাকে দেখে ক্রাশ খেয়েছেন। সাবিক খানের কানে লম্বা দুল পড়া।

তারপর আরেকটি দৃশ্য দেখায় যেখানে ইধিকা হাসি মুখে সাকিব খানকে একটি চকলেট দিয়েছে। এবং আরেকটি দৃশ্য আছে যে ইধিকার চোখে কালো কাপড় বেধে সারপ্রাইজ দিচ্ছে।
দ্বিধা | BORBAAD | SONG ANNOUCEMENT | MEGASTAR SHAKIB KHAN | PRITOM HASAN
Read more: 41+ Happy Holi 2025 Wishes Images, Messages & Quotes to share with your Friends & Family
আরো পড়ুন: ৫০+ হোলি নিয়ে ক্যাপশন | ফেসবুক, টিকটক এবং ইন্সটাগ্রাম হ্যাপি হোলি ক্যাপশন