HomeNewsVivo V50 বাজারে আসছে! ডুয়েল 50MP ক্যামেরা ও বড় 6000mAh ব্যাটারি

Vivo V50 বাজারে আসছে! ডুয়েল 50MP ক্যামেরা ও বড় 6000mAh ব্যাটারি

Vivo ইতিমধ্যে ১৭ই ফেব্রুয়ারি ভারতের বাজারে নিয়ে আসছে Vivo V50 ফোনটি। আর বাংলাদেশে লঞ্চ হওয়ার কথা ২৫ ফেব্রুয়ারি। তাই খুব শীগ্রই বাংলাদেশের বাজারে লঞ্চ হবে অফিসিয়ালি স্মার্টফোনটি। এই ফোনটিতে কি কি ফিচার রয়েছে তা এই পোস্ট থেকে জানতে পারবেন।

Vivo V50 বাজারে আসছে

Vivo V50 স্পেসিফিকেশন

ফিচার: Vivo V50 ফোনটিতে থাকবে ৫জি নেটওর্য়াক, ডিসপ্লেতে ফিঙ্গারপিন্ট ও ৩টি কালার দেখতে খুব চমৎকার। তবে NFC, Radio, 3.5mm jack থাকছে না। মোবাইলটির রয়েছে ডুয়েল স্পিকার যা আপনার যে কোন সাউন্ড মনে ধরবে।

ডিসপ্লে: ফোনটির রয়েছে AMOLED, 120Hz এর ডিসপ্লে যার সইজ 6.77 ইঞ্চি ও 1080*2392 পিক্সেল এর সাথে 388 ppi ডিনসিটি। প্রটেকসন ডায়মন্ড সিল্ড গ্লাস।

প্ল্যাটফর্ম: Vivo V50 ফোনটির চিপসেট ব্যবহার করা হয়েছে Qualcomm SM7550-AB Snapdragon 7 Gen 3 (4 nm) এর এবং সি.পি.ইউ. থাকছে Octa-core (1×2.63 GHz Cortex-A715 & 3×2.4 GHz Cortex-A715 & 4×1.8 GHz Cortex-A510) ও জি.পি.ইউ. হিসেবে থাকবে Adreno 720. OS – Android 15, up to 3 major Android upgrades, Funtouch 15.

ক্যামেরা: ফোনটির মেইন ক্যামেরা ডুয়েল 50MP+50MP মেগাপিক্সেল, প্লাস রিংলাইট এর কালার সেন্সর যা দিয়ে আপনি 4K রেজুলেসনে ভিডিও রেকর্ড করতে পারবেন। এছাড়া সেলফি ক্যামেরাও থাকবে 50MP তা দিয়েও আপনি 4K রেজুলেসনে ভিডিও রেকর্ড করা যাবে।

মেমরি: Vivo V50 ফোনটির র‍্যাম ৮ জিবি ও ১২ জিবি এবং রোম ১২৮ জিবি, ২৫৬ ‍জিবি, ৫১২ জিবি। যেমন: 8GB+128GB, 8GB+256GB, 12GB+256GB & 12GB+512GB করে। তবে ফোনটিতে কোন এক্সটা মেমরি কার্ড ব্যবহার করা যাবে না।

ব্যাটারি: মোবাইলটিতে রয়েছে বেশ বড় একটি 6000mAh এর ব্যাটারি সাথে আছে ৯০ ওর্য়াডের ফাস্ট চাজিং তা ‍দিয়ে আপনি মাত্র ৩৫ মিনিটে ফুল চাজ করে নিতে পারবেন।

দাম: Vivo V50 ফোনটির দাম বাংলাদেশের জন্য এখনো নির্ধারন করা হয় নাই তাই আনুমানিক দাম হতে পারে ৪৫ হাজার টাকা থেকে ৫৫ হাজার টাকা। আর ইন্ডিয়া দাম হল: ৮+১২৮জিবি দাম ৩৪,৯৯৯ রুপি – ৮+২৫৬জিবি দাম ৩৬,৯৯৯ রুপি – ১২+৫১২জিবি দাম ৪০,৯৯৯ রুপি।

Realme 14 Pro+ Price in Bangladesh 2025 – Full Specifications & Review

আপনার যদি ৫০ হাজার টাকার মধ্যে বাজেট হয়ে থাকে তাহলে আপনি এই ফোনটি একবার হলেও দেখবেন। কারন এই বাজেটের মধ্যে সেরা একটি ফোন ভিভো দিচ্ছে। ফোনটির ক্যামেরা, ব্যাটারি ও পারফমেন্সও দুরদার্ন্ত রয়েছে। যারা গেম খেলেন বা ভিডিও দেখতে ভালোবাসেন তাদের জন্য সেরা কম্পোটফিল মনে হবে।

Star Shanto
Star Shantohttps://starshanto.com/
Shanto Ghose is the CEO and MD of Star Shanto. I have 7 years of Online Experience.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

10,916FansLike
2,458FollowersFollow
28,198SubscribersSubscribe
- Advertisment -

Recent Post Read