MNP – নম্বার ঠিক রেখে সিমের আপারেটর পরিবর্তন
MNP এর পূর্নরূপ হল Mobile Number Portability.
2018 সালে যখন সারাদেশে সতভাগ নেটওয়ার্ক নিশ্চিত হয় তখনই BRTC থেকে এই MNP সার্ভিসটি চালু করা হয়।
আজকের পোস্টে বলব MNP SERVICES টা মূলত কি? এটা করলে কি কি সুবিধা হয় বা কি কি অসুবিধা হয়। কিভাবে করতে হয়? কত টাকা খরচ হয় এই সকল বিস্তারিত আজকের পোস্টে।
MNP কি?
MNP হলো Mobile Number Portability অথাৎ আপনি আপনার মোবাইল নাম্বার ঠিক রেখে অপারেটর পরিবর্তন করতে পারবেন।
যেমন, আপনি একজন গ্রামীনফোন ব্যবহারকারী এখন গ্রামীনফোনের কিছু বিষয় আপনার পছন্দ না। হতে পারে ইন্টারনেট প্যাকেজ বা মিনিট বান্ডেল, আবার আপনার মনে হতে পারে গ্রামীনফোন আপনার থেকে খরচ বেশি নিচ্ছে। এখন আপনি চাচ্ছেন অন্য একটি অপারেটরে যেতে হতে পারে রবি, এয়ারটেল, বাংলালিংক বা টেলিটক।
সাধারনত আমরা যদি অন্য একটি অপারেটরে যেতে চাইতাম তখন কিন্তু আমাদের নতুন সিম ক্রয় করতে হত নতুন নাম্বার। কিন্তু ২০১৮ সালের পর যখন MNP চালু হয় তারপর থেকে আপনি নতুন সিম না কিনে। আপনার নাম্বার ঠিক রেখে শুধু অপারেটর পরিবর্তন করতে পারবেন। এখন আপনি চাইলে কিন্তু 017 এই নাম্বারের মধ্যে এয়ারটেল, রবি, বাংলালিংক বা টেলিটক এর যেকোন একটার সকল সার্ভিস নিতে পারবেন।
অথাৎ, যখন আপনি MNP করে অপারেটর পরিবর্তন করবেন তখন সেই 017 নাম্বারে রির্চাজ করতে হবে যদি আপনি বাংলালিংক এ আসেন তাহলে বাংলালিংক থেকে। অর্থাৎ আপনি যে অপারেটরে আপনার সিমটি এমএনপি করবেন সেই অপারেটরে দেই কিন্তু রিচার্জ, ইন্টারনেট বা সকল কিছুই কিন্তু যে অপারেটরে পরিবর্তন করবেন সেই অপারেটর মাধ্যমে করতে হবে।
ইসলামী ব্যাংকের কিছু গুরত্বপূর্ণ তথ্য যেটা আপনার জানা উচিত
এখন আপনি আপনার নাম্বারটি ঠিক রেখে যেকোনো অপারেটরে আপনি পরিবর্তন হতে পারেন। আপনার নাম্বারটি থাকবে গ্রামীণফোনের কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন এয়ারটেলে। অথবা আপনি যে অপারেটর পরিবর্তন করবেন সেটার মাধ্যমে কিন্তু ব্যবহার করতে পারবেন আপনার গ্রামীণফোনের নাম্বারটি। যখন আপনি এমএনপি করবেন তখন আর ওই নাম্বারটি গ্রামীণফোনের অপারেটরের আওতায় থাকবে না। তখন আপনার যে অপারেটর আপনি শিফট হয়েছেন তখন কিন্তু ওই নাম্বারটি কাজ করবে।
MNP সকল অপারেটরের খরচ
আপনার বাংলালিংক, রবি, এয়ারটেল, টেলিটক থেকে যদি আপনি গ্রামীনফোনে আসতে চান MNP এর মাধ্যমে তাহলে আপনার খরচ পরবে 255 টাকা।
আপনার বাংলালিংক, গ্রামীনফোন, টেলিটক থেকে যদি আপনি রবি বা এয়ারটেলে আসতে চান MNP এর মাধ্যমে তাহলে আপনার খরচ পরবে 310 টাকা।
আপনার গ্রামীনফোনে, রবি, এয়ারটেল, টেলিটক থেকে যদি আপনি বাংলালিংকে আসতে চান MNP এর মাধ্যমে তাহলে আপনার খরচ পরবে 200 টাকা।
আপনার গ্রামীনফোনে, রবি, এয়ারটেল, বাংলালিংক থেকে যদি আপনি টেলিটকে আসতে চান MNP এর মাধ্যমে তাহলে আপনার খরচ পরবে 00 টাকা।
কিভাবে MNP করবেন
আপনি যদি আপনার সিমটি এমএনপি সার্ভিস এ নিতে চান তাহলে যে অপারেটরে আপনি শিফট হতে চান। সেই অপারেটরের কাস্টমার কেয়ারে যেতে হবে আপনার সেই সিমটি এবং এনআইডি কার্ড নিয়ে। তাদের কাছে আপনি জানাবেন যে আপনি এমএনপি নিতে চান তাহলে কিন্তু তারা আপনাকে এ কাজটি করে দিবে।
MNP এর অসুবিধা
আপনি যদি আপনার সিমটি MNP চালু করেন তাহলে আপনি কিছু অসুবিধার সম্মুখে পড়বেন। যেমন, আপনার এই নাম্বারটি দিয়ে যদি মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট খোলা থাকে সেটা হতে পারে বিকাশ, নগদ, রকেট, উপায় অথবা ব্যাংকিং এর কোন ইন্টারনেট অ্যাপসে নাম্বার দিয়ে একাউন্ট খোলা। তখন কিন্তু আপনি যখন আপনার একাউন্টে লগইন করবেন তখন কিন্তু আপনার ফোনে একটি otp কোড আসে। আর আপনি যখন এমএনপি সার্ভিস চালু করবেন তখন কিন্তু ওটিপি কোড আসতে সমস্যা হবে।
তাই আপনার যে নাম্বারটি দিয়ে এই সকল অ্যাকাউন্ট খোলা রয়েছে সেই নাম্বারটি এমএনপি না করাই ভালো। আপনি যদি mnp করতে চান তাহলে এমন একটি নাম্বার করুন যেটি দিয়ে আপনার কোন ইন্টারনেটে অ্যাপসে বা কোথাও একাউন্ট খোলা নাই।
MNP চালু করার পর OTP সমস্যা সমাধান
আপনি যদি আপনার ফোনটিতে এমএনপি চালু করে ফেলেন। এবং আপনার ওই ফোনটিতে বিকাশ নগদ এই ধরনের মোবাইল ব্যাংকিং অ্যাপস এ একাউন্ট থাকে। তাহলে আপনি যে কাজটি করবেন ওটিপি আনার জন্য। যেহেতু আপনি এমএনপি করে আপনি আপনার অপারেটর পরিবর্তন করে ফেলছেন। সেহুতু আপনাকে প্রতিটা একাউন্টে থেকে অপারেটর পরিবর্তন করতে হবে।
যেমন আপনার একটি বিকাশ একাউন্ট রয়েছে সেই একাউন্টে আপনি আপনার গ্রামীণ সিমের নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন। কিন্তু আপনি এমএনপি করে গ্রামীন থেকে বাংলালিংকে চলে গেছেন। তাহলে আপনাকে যে কাজটি করতে হবে তা হল আপনার বিকাশ একাউন্টে ডায়াল করে ঢুকতে হবে। অথবা আপনি যদি অন্য কোন ব্যাংকিং অ্যাপস এর মধ্যে আপনার ওই নাম্বারটি দিয়ে একাউন্ট খোলা থাকে। তাহলে অবশ্যই সেই ব্যাংকিং এর কাস্টমার কেয়ারে ফোন করে আপনি আপনার অপারেটর পরিবর্তন করলে। এই ওটিপি কোডের সমস্যা সমাধান হয়ে যাবে।
অর্থাৎ আপনার যে ব্যাংকিং অ্যাপস এ অথবা ইন্টারনেটে অ্যাপসে ওটিপি কোর্ড আসতে সমস্যা হবে। এই অ্যাপসের কাস্টমার কেয়ারে ফোন করে আপনি আপনার অপারেটর আপডেট করে নেবেন।
বন্ধুরা এই ছিল MNP এর সকল বিস্তারিত। এই সম্পর্কে যদি আরো বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।