রাজশেখর বসুর কলকাতা থেকে প্রথম প্রবন্ধের বই ‘চলচ্চিন্তা প্রকাশ হয় ।সার্চ রেজাল্ট অনুযায়ী, পাবনা শহরের ‘অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরি-তে ৩৮ হাজার বইয়ের বিশাল ভান্ডার আছে যার মধ্যে রাজশেখর বসুর প্রবন্ধের বই ‘চলচ্চিন্তা’-এর একটি কপি সযত্নে রাখা আছে। এই লাইব্রেরির এই বিশাল সংগ্রহকে ইঙ্গিত করেই সম্ভবত আপনি প্রশ্নটি করেছেন।
রাজশেখর বসুর (পরশুরাম) কিছু উল্লেখযোগ্য প্রবন্ধ সংকলন হলো:
লঘুগুরু প্রবন্ধাবলী (প্রথম প্রকাশ: ১৯৩৯ খ্রিস্টাব্দ/১৩৪৬ বঙ্গাব্দ)
কুটিরশিল্প (জ্ঞান-বিজ্ঞান সংক্রান্ত গ্রন্থ) (প্রথম প্রকাশ: ১৯৪৩ খ্রিস্টাব্দ/১৩৫০ বঙ্গাব্দ)
ভারতের খনিজ (জ্ঞান-বিজ্ঞান সংক্রান্ত গ্রন্থ) (প্রথম প্রকাশ: ১৯৪৩ খ্রিস্টাব্দ/১৩৫০ বঙ্গাব্দ)
বিচিন্তা (প্রথম প্রকাশ: ১৯৫৬ খ্রিস্টাব্দ/১৩৬২ বঙ্গাব্দ)
চলচ্চিন্তা (প্রথম প্রকাশ: ১৯৫৮ খ্রিস্টাব্দ/১৩৬৫ বঙ্গাব্দ)
আরো পড়ুন : বৃস্পতিবার রাতে মিরপুরে কিরনমালা পরিবহনে আগুন
তিনি তাঁর জীবদ্দশায় মোট ২০টির মতো প্রবন্ধ বা পত্রপ্রবন্ধ রচনা করেছিলেন বলে জানা যায়। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা মোট ২১টি।

