ঢাকা মিরপুরে কিরন পরিবহনে আগুন । কিরন পরিবহনে আগুন লাগানোর সময় ইস্থনিও দের ধাওয়াখেয়ে। মারাগেলেন ইস্তানিও এক ছাএ এছারা আরো একজন কে আটোক করা হয়। শেখানে পলিশের ধারনা টাকার বিনমিয়ে এগুলো কররতে গিয়েছে তারা ।
এটা জানার পরে মামলা করেছেন গাড়ি মালিক । সন্তান হারানো বাবা কন্নায় করছে আর বলছেন এ কেমন দায় মাথায় চাপিয়ে দিয়ে কিভাবে চলেগলো না ফেরার দেশে ছেলেটা।
আরো পড়ুন : চট্টগ্রাম–বান্দরবান ইস্যুতে নৌপরিবহন উপদেষ্টার গুরুত্বপূর্ণ ঘোষণা
হাসপাতালে বশে বার বার একটাই কথাই বলছিলেন সন্ধার সমায় জে ছেলেটাকে বাসায় দেখে আসছি কি ভাবে তার মিত্যু হলো ছেলেটার । এ ছারা বড় ভাই ও বুঝতে দিতে চাচ্ছেন না মিত্যুর ঘটনা টা ।

