ফিরোজ আল সাবাহ তিনি একজন বন্যপ্রাণী আলোকচিত্রী। ছবির মাধ্যমে সমাজের সকল বিষয় ফুটিয়ে তোলার চেষ্টা করেন এই ফটোগ্রাফার। অপরূপা পঞ্চগড়ে তিনি তার ছবিগুলো প্রদর্শিত করেন এবং সকলের কাছে প্রশংসিত হন।
অপরূপা পঞ্চগড় হলো ফটোগ্রাফাদের ছবি প্রদর্শনের জায়গা, যেখানে বিভিন্ন ফটোগ্রাফাররা তাদের সুন্দর সুন্দর ছবিগুলো মানুষের মাঝে তুলে ধরে। অফরুপা পঞ্চগড় হলো তেতুলিয়া, পঞ্চগড়ে অবস্থিত। বর্তমানে এখানে সিজন ২ চলছে।
মাছরাঙ্গা পাখির এই ছবিটি তোলেন ফিরোজ আল সাবাহ, তিনি বলেন আমি লিখতে পারিনা ভালো এবং বলতেও ভালো পারি না কবিদের মতো করে তাই আমি ভাবছিলাম আমি কি করতে পারি। তখন আমার হাতে ক্যামেরা নিয়ে আমি বুঝতে পারি যে আমি আমার ছবির মাধ্যমে সমাজের সকল বিষয়গুলো তুলে ধরতে পারব। যার কারণে আমি ফটোগ্রাফি নির্বাচন করি আমার পেশা হিসেবে। তারপর থেকেই আমি ছবি তুলে আসছি।
আরো পড়ুন: দিল্লি আজকের সোনার দাম – ১২ নভেম্বর ২০২৫
মাছরাঙ্গা পাখির এই ছবিটি তোলার জন্য আমি একটি পুকুর লিজ নেই। কারণ আমি এমন একটা পরিবেশ চাচ্ছিলাম যেখানে কেউ ডিস্টার্ব করবে না একটা নিরিবিলি পরিবেশ। তার জন্য আমি এই পরিবেশটা খুঁজে বের করে আমি সেই পুকুর লিজ নিই। তারপর আমি অনেকদিন অপেক্ষা করি আমার একটা ছবি তোলার জন্য। অবশেষে আমি সাত থেকে আট বছর অপেক্ষা করে এই ছবিটি তুলতে পেরেছি।
এই ছবিটিতে লুকিয়ে আছে আমাদের বর্তমান দেশের অবস্থা। যেখানে নিষেধ সেখানের সেই নিষেধাজ্ঞা ভাঙ্গার চেষ্টা। একটি কাঠের বোর্ডে লেখা মাছ ধরা নিষেধ, আর তার উপর বসেই একটি পাখি মাছ শিকার করে খাচ্ছে।

