ময়মনসিংহে একটি বাসে আগুন দিয়েছেন দুর্ভিক্ষারা এ ঘটনায় বাসের দগ্ধ আগুনে পুড়ে মারা গেলেন বাস চালক ময়মনসিংহের ফুলবাড়িয়া ভালু জান এলাকায় সোমবার রাত সাড়ে তিনটায় দিকে আলম এশিয়া পরিবহনে আগুন ধরিয়ে দেন দুর্ভিক্ষারা ।
সেখানকার দুর্ঘটনায় পুলিশ গিয়ে দেখে জানালেন বাস চালক জুলহাস মিয়া বাসের দগ্ধ আগুনে মারা গেলেন। এছাড়া আরো বলেছেন সেখানকার ঘটনা দেখে পুলিশ ধারণা করে বলেছে ফুলবাড়িয়া এশিয়া পরিবহনের আগুন লাগানোর মূলে রয়েছে আওয়ামী লীগ।
আরো পড়ুন : চট্টগ্রাম–বান্দরবান ইস্যুতে নৌপরিবহন উপদেষ্টার গুরুত্বপূর্ণ ঘোষণা
সেখানকার ঘটনা থেকে জুলহাস মিয়ার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পলিশ আরো বলেছেন এশিয়া পরিবহনে যারা আগুন লাগিয়েছে তাদেরকে গ্রেফতার করার অভিযান চালাচ্ছেন পুলিশ।

