Tuesday, January 27, 2026
Homeজানেন বিনা শুল্কে কতটুকু স্বর্ণ আনা যাবে বিদেশ থেকে

জানেন বিনা শুল্কে কতটুকু স্বর্ণ আনা যাবে বিদেশ থেকে

আমাদের দেশের বেশিরভাগ মানুষই বর্তমানে বিদেশে গিয়ে কাজ করেন অর্থাৎ প্রবাসে থাকেন। মানুষ প্রবাস থেকে যখন বিয়ে করবে তখন কিন্তু দেশে আসেন। অথবা যে ব্যক্তির ছেলেমেয়ে আছে তিনি তার ছেলে-মেয়ে বিবাহ দেওয়ার আগে একবার বাড়ি আসেন। তখন বিশেষ করে তিনি স্বর্ণালঙ্কার কিনে আনার চেষ্টা করেন। তিনি কতটুকু স্বর্ণ ক্রয় করে আনলে শুল্ক দিতে হবে না তা না জানার কারণে অনেক সময় স্বর্ণ ক্রয় করেও বিপদে পড়ে যান। আজকে আমরা আপনাদর জানাব একজন ব্যক্তি বিনা শুল্কে কতটুকু স্বর্ণ আনতে পারবেন বিদেশ থেকে।

আরো পড়ুন: কয়টি ফোন আনা যাবে বিদেশ থেকে আসার সময়

একজন যাত্রী নিজে পরিহিত অবস্থায়, অথবা ব্যাগে বা পকেটে, যেখানেই রাখুক। তিনি ১০০ শত গ্রাম স্বর্ণালঙ্কার বিনা শুলকে দেশে আনতে পারবেন। তিনি যদি রৌপ্যের অলঙ্কার আনতে চান সেক্ষেত্রে ২০০ শত গ্রাম আনতে পারবেন। এর জন্য কোনো শুল্ক দেওয়া লাগবে না। তিনি এর থেকে বেশি আনেন সেক্ষেত্রে কিন্তু শুল্ক দিতে হবে।

কত টাকা শুল্ক দিতে হয়?

আপনি যদি শুল্ক দিয়ে স্বর্ণ আনতে চান, সেক্ষেত্রে আপনি স্বর্ণবার বা স্বর্ণপিণ্ড, সর্বোচ্চ ১১৭ গ্রাম বা ১০ তোলা আনতে পারবেন। যার জন্য প্রতি ১১.৬৬৪ গ্রাম এর জন্য ৪০০০ টাকা দিতে হবে। রৌপ্যবার বা রৌপ্যপিন্ড সর্বোচ্চ ২৩৪ গ্রাম বা ২০ তোলা আনেন, সেক্ষেত্রে প্রত ১১.৬৬৪ গ্রাম এর জন্য ৬ টাকা শুল্ক দিতে হবে।

Ratan Datta
Ratan Datta
আমি রতন দত্ত "স্টার শান্ত" ওয়েবসাইটে ম্যানেজিং ও এডিটর হিসেবে নিয়োজিত রয়েছি। আমি খেলাধুলা, অটোমোবাইল, বিনোদন ও বিভিন্ন বিষয় লেখালেখি করি এবং আমার লক্ষ্য আপনাকে গুরুত্বপূর্ণ তথ্য ও সহজে বোঝানো।

সর্ম্পকিত পোস্ট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ