Sunday, November 16, 2025
Homeআর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ

আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ

আর্জেন্টিনা দলের সব খেলোয়াড়ের শরীরে ট্যাটু আছে, এই ধারণাটি সঠিক নয়। জুলিয়ান আলভারেজসহ আরও কিছু ব্যতিক্রমী খেলোয়াড় আছেন যাদের শরীরে কোনো ট্যাটু নেই। 

জুলিয়ান আলভারেজের ট্যাটু না করার পেছনে মূল কারণ হলো তার ব্যক্তিগত পছন্দ এবং পারিবারিক শিক্ষা। তিনি নিজেই এ বিষয়ে মন্তব্য করেছেন।

ব্যক্তিগত দর্শন: আলভারেজ বলেছেন যে তিনি আলাদা হতে চান বলেই ট্যাটু করেন না। আধুনিক ফুটবলে যখন প্রায় সব খেলোয়াড়ের শরীরেই ট্যাটু দেখা যায়, তখন ট্যাটুবিহীন থাকাকে তিনি স্বাতন্ত্র্য হিসেবে দেখেন।

পারিবারিক মূল্যবোধ: ছোটবেলায় তার বাবা তাকে সবসময় ট্যাটু, সিগারেট এবং অ্যালকোহল থেকে দূরে থাকতে বলতেন। বড় হওয়ার পর যদিও সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা তার নিজের, তবুও তিনি বাবার সেই উপদেশ মেনে চলেছেন এবং ট্যাটুর প্রয়োজন মনে করেননি। 

আরো পড়ুন : ভারতকে জেতানোর পর জেমাইমা ও মান্ধানা

এছাড়াও, ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো আরও কয়েকজন বিশ্বখ্যাত ফুটবলার আছেন যারা রক্তদানের সুবিধার্থে বা ব্যক্তিগত কারণে শরীরে ট্যাটু করান না। 

সর্ম্পকিত পোস্ট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ