গতকাল থেকে প্রাথমিক স্কুলের সকল শিক্ষকরা তাদের যে দশম গ্রেডে উন্নীত করার দাবি নিয়ে মাঠে নেমেছেন। সেই দাবি এখন পর্যায়ক্রমে আরো জোরালো হচ্ছে। এর সাথে যুক্ত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবি তুলেছেন।
আরো পড়ুন: পুলিশের হাত থেকে ছিনিয়ে রাখলেন ছাত্রলীগের নেতাকে
মাহবুবুর রহমান চঞ্চলকে ও তার সঙ্গে যাদের গ্রেফতার করেছেন তাদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। তারা বলেন আমরা হলাম দেশ গড়ার কারিগর। আমাদের সঠিক মর্যাদা দেওয়া হয় না। এছাড়াও আমাদের দেশে কয়েকজন সুশীল রয়েছেন যারা আমাদের এই আন্দোলন নিয়ে বাজে মন্তব্য করছেন। কিন্তু তারা হয়তো জানেন না যে দেশের হাজার হাজার সুশীল আমাদের এই আন্দোলনের সাথে রয়েছেন।

