আজ শনিবার ৮ নভেম্বর ২০২৫ ইং শাহবাগ অঞ্চলে পুলিশ এবং প্রাথমিক শিক্ষকদের মধ্যে একটি সংঘর্ষ হয়। প্রাথমিক শিক্ষকরা তাদের বেতন ১০ গ্রেডে উন্নিত করার দাবি নিয়ে আন্দোলন শুরু করেন। সেই সংঘর্ষের ফলে অনেক শিক্ষক আহত হয়েছেন। শিক্ষকদের হিসাব মতে প্রায় ২০০ জন শিক্ষক আহত হয়েছেন। তার জন্য সকল শিক্ষকরা ঘোষণা দিয়েছেন আগামীকাল অর্থাৎ রবিবার থেকে সারাদেশে প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে কর্মবিরতির ঘোষনা দিয়েছেন।
আরো পড়ুন: মোহাম্মদ ইউনুসকে কড়া হুশিয়ারি দিলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং
এই বাস্তবায়ন পরিষদের অন্যতম একজন আহবায়ক মাহবুবুর রহমান চঞ্চল সহ পাঁচজনকে পুলিশ গ্রেফতার করেছেন। শাহবাগ থানায় নিয়ে গিয়েছেন তাদের। তাদের আজ রাতে আটটার মধ্যেই ছাড়ার আলটিমেটাম দিয়েছিলেন এবং আগামীকাল থেকে সারাদেশে যারা কর্ম বিরতির ঘোষনা দেন।যারা ঢাকায় আসতে পারবেন না তাদের এই কর্মবিরতি পালন করার আহ্বান জানিয়েছেন এবং যারা যারা ঢাকায় আসতে পারবে তাদের এই আন্দোলন আরো জোরালো করার জন্য আহবান করছেন।

