সাধারণত একটি ছেলে এবং একটি মেয়ের মধ্যে সব সময় বিয়ে হয়ে থাকে কিন্তু একটি আজব ঘটনা ঘটলো সুন্দরবনের ২৪ পরগনার একটি গ্রামে। রাখি এবং রিয়ার মধ্যে বিয়ে হল। সারা গ্রামের সবাই অনেক আনন্দ নিয়ে এই বিয়ে দেখতে আসে। আর তাদরে বিয়ে উৎযাপন করে।
এটা যেন ঘটে গেল দুইটি সুন্দর মনের মিলন। রাখি এবং রিয়ার মাঝে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে নাচের মাধ্যমে তারা দুজনই নৃত্য করতেন সেখান থেকেই তাদের দেখা হয় এবং ভালোলাগা শুরু হয়। রামচন্দ্র মিস্ত্রি গ্রামের একজন বাসিন্দা। সুন্দরবন দক্ষিণ চব্বিশ পরগনার তিনি বলেন তারা দুইজনে কোন ছেলের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চান না। যার কারণে গ্রামের সবাই মিলে তাদের এই দুইজনের বিবাহ দিয়ে দেন।

বর রিয়া সিকদার এবং কনে রাখি নস্কর দুইজনই মেয়ে। বরের ঠিকানা হল সুন্দরবনের মন্দির বাজারে এবং কনের ঠিকানা হলো সুন্দরবনের বকুলতলা গ্রামের। রাখির বাড়ি থেকে তাদের এই সম্পর্ক মেনে নেয়নি তাই রিয়ার গ্রামে বসেই তাদের দুজনের বিবাহ সম্পন্ন করেন।
আরো পড়ুন: দিল্লি আজকের সোনার দাম – ৭ নভেম্বর ২০২৫

তাদের দুজনের বিয়ে হয় গত মঙ্গলবার। তাদের জিজ্ঞাসা করলে তারা বলে আমরা দুইজন মহিলা তাতে কি হয়েছে থাকা যায় না সারা জীবন একসঙ্গে। তাদের এই বিয়ে আইনি কোন স্বীকৃতি নেই। তারা সম্পূর্ণ নিজেদের মতামত নিয়েই এই কাজটি করেছেন। তারা কোথাও গিয়ে আইনিভাবে বলতে পারবেনা আমরা দুইজনে স্বামী-স্ত্রী। কারণ ভারতীয় বা কোনদেশের আইন অনুযায়ী এখনো এমন কোন আইন গঠিত হয়নি যে দুইজন মেয়ের মধ্যে বিয়ে হবে।

