Monday, October 27, 2025
Homeমেসির ম্যাজিকে কাপলো মেক্সিকো, আমার আর্জেন্টিনার এাতা দ্যফ্লি

মেসির ম্যাজিকে কাপলো মেক্সিকো, আমার আর্জেন্টিনার এাতা দ্যফ্লি

মেসি মানে জাদু বিশ্বকাপের মঞ্চে আবারো নিজের মায়াবী পায় স্পর্শে ঘোষণা আর্জেন্টিনাকে জয় এনে দিলেন এই জাদুকর। মেক্সিকোর বিপক্ষে কঠিন ম্যাচ যখন দলের হাল নড়বড়ে তখনই ম্যাচের এক অসাধারণ গোল বদলে দিল পুরো গল্প। এই জয় কেবলমাত্র ৩ পয়েন্ট নয় আর্জেন্টিনার আত্মবিশ্বাস ফেরানোর প্রতীক ও বটে। দলের সামনে যখন প্রশ্ন আরেকটা হার কি বিদায়? তখনই আর্জেন্টাইন সমর্থকের চোখে‌ ভরসা আলো হয়ে ফিরে এলেন লিওনেল মেসি।

দ্বিতীয়াধের শুক্র তেই তার দারুন এক গোল যেন নিঃশ্বাস ফেরালো তারপরে ম্যাচের শেষ দিকে আবারো আক্রমণের বয়ে যায়। মেক্সিকোর ডিফেন্স ভেঙে পড়ে দিকনির্দেশন দল পায় কাঙ্খিত জয়। এই ম্যাচের পর ম্যাচের গোলের সংখ্যা আন্তরিক ফুটবলে আরো বেড়ে যায়। এক যুগেরও বেশি সময় ধরে দেশের জাতিতে তিনি যা করে চলেছেন তা এখনো কিংবদন্তের গল্পে অংশ।

আরো পড়ুন : বাংলাদেশের জার্সিতে আরও দুই প্রবাসী ফুটবলারের আগ্রহ

এ ম্যাচের পর মেসির গোলসংখ্যা আন্তর্জাতিক ফুটবলে আরও বেড়ে গেল। এক যুগেরও বেশি সময় ধরে দেশের জার্সিতে তিনি যা করে চলেছেন, তা এখন কিংবদন্তির গল্পের অংশ। ফুটবলবিশ্বে আবারও শোনা গেল সেই উচ্চারণ “দ্য ফ্লি নেভার FAILS!”
আর্জেন্টিনার এই জয়ে মেসি শুধু গোল করলেন না, আবারও প্রমাণ করলেন যখন দলে তিনি থাকেন, তখন কিছুই অসম্ভব নয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ