ইংলিশ লিগে খেলা হামজা চৌধুরীর পথ ধরে এবার আরও দুই প্রবাসী ফুটবলার লাল-সবুজের জার্সিতে খেলার আগ্রহ প্রকাশ করেছেন। যুক্তরাষ্ট্রপ্রবাসী ট্রেভর ইসলাম ও ব্রিটিশ বংশোদ্ভূত জায়ান হাকিমকে নিয়েই চলছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আনুষ্ঠানিক প্রক্রিয়া।
বাংলাদেশের ফুটবলে প্রবাসীদের আগমন যেন নতুন ধারার সূচনা করেছে। হামজা চৌধুরীর বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেওয়ার পর কানাডিয়ান লিগে খেলা শমিত সোমও জাতীয় দলে অভিষেক করেছেন। এর আগে তরুণ মিডফিল্ডার জায়ান আহমেদও লাল-সবুজের জার্সি গায়ে তুলেছেন। এবার সেই ধারাবাহিকতায় আরও দুই বিদেশপ্রবাসী ফুটবলার বাংলাদেশের হয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন।
প্রথমজন ট্রেভর ইসলাম যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা এই ব্রিটিশ বংশোদ্ভূত ফরোয়ার্ড বর্তমানে খেলছেন স্ট্যানফোর্ড মেন’স সকার ক্লাবে। বাংলাদেশ দলে তার অন্তর্ভুক্তির প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন তার এজেন্ট আবিদ আনোয়ার।
আবিদ আনোয়ার বলেন, “ট্রেভর ইসলাম বাংলাদেশের জাতীয় দলের হয়ে খেলার প্রবল আগ্রহ দেখিয়েছে। তবে তার এখনও বাংলাদেশি পাসপোর্ট হয়নি। আগে তার বাবা ও দাদার পাসপোর্ট করতে হবে, এরপরই সে নিজের পাসপোর্টের জন্য আবেদন করতে পারবে।
তবে ট্রেভরকে এখনই দলে দেখা না যাওয়ার সম্ভাবনাই বেশি। এজেন্টের ভাষায়,চলতি বছর নয়, আগামী বছরই সম্ভবত ট্রেভরকে বাংলাদেশ জাতীয় দলে দেখা যাবে।
আরো পড়ুন : নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে ভারত,
অন্যদিকে আরেক প্রবাসী ফরোয়ার্ড জায়ান হাকিমকেও দলে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছে বলে নিশ্চিত করেছেন আবিদ আনোয়ার। তিনি জানান,কিছু প্রশাসনিক জটিলতা থাকলেও আমরা আশাবাদী এই প্রক্রিয়াটিও সফলভাবে শেষ করা যাবে, ঠিক যেমন কিউবার ক্ষেত্রেও হয়েছিল।
বাংলাদেশ ফুটবল এখন নতুন রূপ পাচ্ছে প্রবাসীদের আগমনে। তাদের যোগদান শুধু মাঠের পারফরম্যান্সে নয়, দেশের ফুটবলের ভাবমূর্তিতেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

