দীর্ঘদিনের ঐতিহ্যবাহী সবুজ জার্সি এবার কিছু সময়ের জন্য তুলে রাখছে পাকিস্তান ক্রিকেট দল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি ম্যাচে গোলাপি জার্সিতে মাঠে নামবে তারা-স্তন ক্যান্সার সচেতনতা বাড়াতে এ উদ্যোগ নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পাকিস্তান ক্রিকেট মানেই সবুজের ছোঁয়া। তবে এবার ব্যতিক্রম ঘটতে যাচ্ছে রাওয়ালপিন্ডিতে। আগামী ২৮ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ঐতিহ্যবাহী সবুজ জার্সির বদলে গোলাপি পোশাকে দেখা যাবে বাবর আজমদের।
স্তন ক্যান্সার সম্পর্কে সচেতনতা বাড়াতে বিশেষ এই উদ্যোগ নিয়েছে পিসিবি। আগে দক্ষিণ আফ্রিকা দল নিজেদের ঘরের মাঠে এমন গোলাপি জার্সি পরে খেলেছিল, তবে পাকিস্তানের ইতিহাসে এটাই প্রথমবারের মতো কোনো দল সরকারি ম্যাচে এই রঙে মাঠে নামছে।
পিসিবির এক বিবৃতিতে বলা হয়েছে, “কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পাকিস্তান ক্রিকেট বোর্ড ‘পিংক রিবন পাকিস্তান’-এর সহযোগিতায় স্তন ক্যান্সার সম্পর্কে জনসচেতনতা বাড়াতে এই উদ্যোগ গ্রহণ করেছে।”
শুধু খেলোয়াড়দের পোশাকই নয়, পুরো রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামই সেদিন ‘গোলাপি রঙে’ সাজানো হবে বলে জানিয়েছে বোর্ড। স্টাম্প থেকে শুরু করে ব্র্যান্ডিং সবকিছুতেই থাকবে গোলাপির ছোঁয়া।
পিসিবির ঘোষণায় আরও বলা হয়েছে, পাকিস্তানের খেলোয়াড়রা বিশেষভাবে ডিজাইন করা গোলাপি জার্সি পরবেন। দক্ষিণ আফ্রিকার খেলোয়াড় ও ম্যাচ কর্মকর্তারা গোলাপি ফিতা ধারণ করবেন। কোচিং স্টাফ, ধারাভাষ্যকার ও সম্প্রচারকর্মীরাও এই সচেতনতামূলক উদ্যোগে অংশ নেবেন।
আরো পড়ুন : বিশ্বসেরার তালিকায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম,
ম্যাচ চলাকালীন সরাসরি সম্প্রচারে স্তন ক্যান্সার সম্পর্কে বার্তা প্রচার করা হবে। পাশাপাশি, লাহোরের কালমা চকে অবস্থিত ‘পিংক রিবন ব্রেস্ট ক্যান্সার ট্রাস্ট’ হাসপাতালে ওই দিন বিনা মূল্যে পরীক্ষা ও স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে পিসিবি।
এই ব্যতিক্রমী আয়োজনের মাধ্যমে পাকিস্তান ক্রিকেট বোর্ড আশা করছে, ক্রীড়াঙ্গনের জনপ্রিয়তা কাজে লাগিয়ে স্তন ক্যান্সার প্রতিরোধ ও প্রাথমিক শনাক্তকরণ সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা আরও বিস্তৃত হবে।

