ভিডিও কনফারেন্সের মাধ্যমে শিক্ষার্থীদের সাথে একটি অনুষ্ঠান করেন তারেক রহমান। সেখানে তারেক রহমানকে একজন শিক্ষার্থী প্রশ্ন করেন – যে আমি একজন হার্টের ডাক্তার হতে চাই তাহলে আমার কেন এত এত অংক করতে হবে আমার অংক করতে ভালো লাগেনা?
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান একটি উদাহরণের মাধ্যমে শিক্ষার্থীকে সুন্দর করে বুঝিয়ে দেন। তিনি বলেন যে মামনি তুমি যখন স্কুলে আসো। স্কুলে এসে তোমার বন্ধুবান্ধব, শিক্ষক ও অন্যান্যদের সাথে ঘোরাফেরা করতে, কথা বলতে, খেলাধুলা করতে ভালো লাগে। পড়াশোনা করতে পারো। তার জন্য তোমাকে কিন্তু একটা সিস্টেমের মধ্য দিয়ে আসতে হয়। যেমন তুমি প্রতিদিন স্কুলে আসো বাস বা রিক্সায় করে। তখন রাস্তার আশেপাশে অনেক কিছুই থাকে। সেগুলো দেখতে দেখতে আসতে হয়।
আরো পড়ুন: নেটওয়ার্কে চলবে না আর কোন অবৈধ্য হ্যান্ডসেট – চালু হবে এনইআইআর
আবার কোনদিন প্রচন্ড গরম থাকে কোনদিন ঝড় বৃষ্টি থাকে সেই সকল প্রতিকূল পরিবেশ মোকাবেলা করেই তোমাকে স্কুলে আসতে হয়। তেমনি তুমি যেহেতু একজন কার্ডিওলজি অর্থাৎ হার্টের ডাক্তার হতে চাও তার জন্য বিভিন্ন বিশ্লেষক এবং শিক্ষাবিদগণ অনেক চিন্তা ভাবনা করে এই সিস্টেমটি চালু করেছেন। একজন হার্টের ডাক্তার হতে হলে তাকে এই ধরনের কঠিন কঠিন অংক গুলো করে তারপরে তাকে একজন পরিপক্ক ডাক্তার হতে হয়। তাই তোমাকে যদি বড় কিছু করতে হয় ভালো কিছু হতে হয় তাহলে অবশ্যই একটু কষ্ট করতে হবে।
তিনি আরো বলেন আমি একটা সিক্রেট অর্থাৎ গোপন কথা বলছি সেটা হল আমারও কিন্তু অংক করতে মোটেও পছন্দ না আমিও গণিত ভয় পাই।

