দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন সৃষ্ট নতুন লঘজাতটি ক্রমেই আরো জোরালো হয়ে আসছে। ২৪ ঘন্টা না যেতেই নিম্নচাপে রূপ নিয়েছে এই লঘুচাপটি। আরো ঘনীভূত হয়ে পশ্চিম, উত্তর-পশ্চিম অঞ্চলে ঘনীভূত হচ্ছে এটি।
বর্তমানের এই লঘুচাপটি শেষ পর্যন্ত ঘূর্ণিঝড়েও রূপান্তর হতে পারে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। এই অবস্থায় বাড়তে পারে আগামী পাঁচ দিনে বজ্রসহ বৃষ্টির প্রবণতা।
আরো পড়ুন: নেটওয়ার্কে চলবে না আর কোন অবৈধ্য হ্যান্ডসেট – চালু হবে এনইআইআর
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমানের পূর্বাভাসে এই তথ্য দেওয়া হয়। আবহাওয়া অফিসের পূর্ব পাশে বলা হয় রবিবার সকাল ৯টার মধ্যে চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।
এছাড়াও দেশের অন্যত্র মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়া অফিসের পূর্ব পাশে বলা হয় সোমবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা। এদিন সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টা পর্যন্ত খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় বৃষ্টিসহ বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।
এছাড়াও দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক থাকতে পারে।

