Sunday, October 26, 2025
Homeনেটওয়ার্কে চলবে না আর কোন অবৈধ্য হ্যান্ডসেট - চালু হবে এনইআইআর

নেটওয়ার্কে চলবে না আর কোন অবৈধ্য হ্যান্ডসেট – চালু হবে এনইআইআর

অনলাইন জুয়া এবং নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হচ্ছে অবৈধ পথে আসা হ্যান্ডসেটগুলো। এই কর্মকাণ্ডের জন্য চুরি বা হারিয়ে যাওয়া হ্যান্ডসেট গুলো ব্যবহৃত হচ্ছে। তাই চোরাই হ্যান্ডসেট বন্ধ এবং হারিয়ে যাওয়া হ্যান্ডসেট উদ্ধারের জন্য এবার জাতীয় নির্বাচনের আগেই চালু হচ্ছে এনইআইআর সিস্টেম। 

প্রাথমিক পর্যায়ে চোরাই বা অবৈধ্য হ্যানসেট ডিসেম্বরের পরে দেশের নেটওয়ার্কে চালু হবে না। শুল্ক ফাঁকি দিয়ে আসা হ্যান্ডসেট গুলো বন্ধের পরিকল্পনা করছে নিয়ন্ত্রণ সংস্থা। 

ও কোন ব্যক্তির একটি হ্যান্ডসেট হারিয়ে গেলে সেই হ্যান্ডসেট দিয়ে দেখা যায়, পরবর্তীতে কোন না কোন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হয়ে থাকে। দেশের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে অবৈধ পথে আসা সকল মোবাইল ফোনগুলো ব্যবহার হয়ে থাকে যার কারণে সঠিক আইপি ট্র্যাক করা যায় না। এই সকল ফোনগুলোতে ফেক আইডি খুলে তারা মানুষের সাথে বিভিন্ন প্রতারণা করে থাকে অথবা অনলাইন জুয়া বা বেটিং মূলক সকল কর্মকান্ড করে। 

আরো পড়ুন: সরকারি কর্মচারীদের জন্য আলাদা ব্যাংক বানানোর চিন্তা

সম্প্রতি বিটিআরসি তে আয়োজিত একটি অনুষ্ঠানে সকল বিশ্লেষকরা বলেন – যে অবৈধ এই হ্যান্ডসেট গুলো বন্ধ করা না গেলে, দেশের অপরাধমূলক কর্মকাণ্ড কোনক্রমেই থামানো যাচ্ছে না। তাই প্রযুক্তি নির্ভর সকল অপরাধগুলো ঠেকানোর জন্য জাতীয় নির্বাচনের আগেই সকল ধরনের পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন তারা। 

অপরাধ দমন এবং এই খাত থেকে শতভাগ রাজস্ব নিশ্চিত করার জন্য ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার বা এনইআইআর সিস্টেম চালু করতে চায় বিটিআরসি। 

এর আগে নানা সময় এনইআইআর সিস্টেম চালু করার কথা বললেও তা পিছিয়ে গিয়েছে। কিন্তু এবার জাতীয় নির্বাচনের আগেই এন ই আর সিস্টেম চালু করার বিষয়ে অনড় এই সংস্থাটি। 

ডিসেম্বরের পরে কোন ব্যক্তি যদি চোরাই পথে বা শুল্ক ফাঁকি দিয়ে আসা কোন সেট বাংলাদেশে আনে এবং তারা যদি সেই সেট ব্যবহার করতে চায় তাহলে দেশের নেটওয়ার্কে তাদের মোবাইল অন হবে না। এবং ইতিমধ্যেই যে সকল ক্রেতারা জেনে অথবা না জেনে অবৈধ সেটগুলো ক্রয় করেছেন তাদের যাচাই-বাছাই করে ধাপে ধাপে সেটগুলো বন্ধ করা হবে। 

Ratan Datta
Ratan Datta
আমি রতন দত্ত "স্টার শান্ত" ওয়েবসাইটে ম্যানেজিং ও এডিটর হিসেবে নিয়োজিত রয়েছি। আমি খেলাধুলা, অটোমোবাইল, বিনোদন ও বিভিন্ন বিষয় লেখালেখি করি এবং আমার লক্ষ্য আপনাকে গুরুত্বপূর্ণ তথ্য ও সহজে বোঝানো।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ