রাজনৈতিক দলের প্রতীক বরাদ্দ নিয়ে ইসির সাথে মত দ্বৈরথ্যতা চলছেই। এই মত বিরোধিতার জন্য বিশ্লেষকরা বলছেন, নীতিমালা তৈরি করা উচিত। পাশাপাশি সাংবিধানিক প্রতিষ্ঠান হলেও তারা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া স্পষ্ট না করলে বিতর্ক এড়াতে পারবেনা নির্বাচন কমিশন। বর্তমান এবং ভবিষ্যৎ গণতন্ত্রের জন্য যা একান্ত জরুরি।
দেশের জাতীয় নির্বাচনের আগে নতুন দল গঠনের তোড়জোড় বাড়ে সব সময়। ৫ আগস্টের পর এরই মধ্যে নিবন্ধন পেয়েছেন ৭ দল এবং অপেক্ষায় রয়েছে আরও কয়েকটি নতুন দল।
সাধারণত নির্বাচনের সার্থক পূরণের জন্য রাজনৈতিক দলগুলো ইসির কাছে ধরনা দেয়। এবার শর্ত পূরণ হলেও এনসিপির সাথে প্রতীক নিয়ে টানাপুনের কমছেই না।
এই পথিক সংক্রান্ত কি জটিলতা রয়েছে আইনে

রাজনৈতিক দল নিবন্ধন আইনের নয় এর খ তে উল্লেখ রয়েছে দলের জন্য একটি প্রতীক সংরক্ষিত থাকবে। তবে রাজনৈতিক দলকে প্রতীক বাছাই করতে হবে ইসির নির্ধারিত প্রতীকগুলোর মধ্য থেকে। এই বিষয়ে জেসমিন টুলি, সাবেক সদস্য নির্বাচন সংস্কার ব্যবস্থা কমিশন বলেন –

“কাদের সিদ্দিকী সাহেব যখন তার দল গঠন করেছিলেন তখন তিনি প্রথমে গামছা প্রতীক চেয়েছিলেন। তখন গামছা প্রতীক আমাদের তফসিলে ছিল না। তখন ওনাকে এই পথিক দেয়ার জন্য আমাদের তফসিল অন্তর্ভুক্ত করা হয়। তিনি আরো বলেন কোন প্রতীক আমাদের তফসিলে নেই তার জন্যই যে রাজনৈতিক দলকে এই প্রতীক দেওয়া হয়নি এমনটি নয় এর আগেও এমন করে আমাদের তফসিলে অন্তর্ভুক্ত করে প্রতিটি তারপর রাজনৈতিক দলকে দেওয়া হয়েছ ”
আরো পড়ুন: আগামীকালের আবহাওয়া ২৭ অক্টোবর ২০২৫
নির্বাচন কমিশন এই বছর ১১৫ টি প্রতীক বরাদ্দ করেছেন সকল দলগুলোর জন্য। ইসির এই প্রতীক নির্ধারণ করা নিয়ে কোন নির্দিষ্ট নীতিমালা নেই। কোন বছর কোন প্রতিটি নতুন যুক্ত হল এটা শুধু নির্বাচন কমিশনের ইচ্ছার উপর নির্ভর করেই যোগ হয়। এই নিয়ে ইসির কাছে জানতে চাইলে সঠিক কোন ব্যাখ্যা ও দেয়নি ইসি।
অনেকেই বলছেন জাতীয় প্রতীক হওয়ায় শাপলাকে প্রতীক হিসেবে অন্তর্ভুক্ত করেননি ইসি। এই নিয়ে বাংলাদেশ জাতীয় সংগীত প্রতীক এবং পতাকা আইন ১৯৭২ সালে বলা হয়।
চার ধারায় বলা হয়: জাতীয় প্রতীক হবে তৃতীয় তফসিলে বর্ণিত পানিতে ভাসমান শাপলার দুই পাশে দুইটি ধানের শীষ এবং শাপলা ফুলের উপরে দিকে পাট পাতা এবং পাতার উভয় পার্শে দুটি তারা দ্বারা পরিবেশিত।

এনসিপির দাবি এই সব কিছু মিলেই জাতীয় প্রতীক। শুধু শাপলা ফুল নয়। তাই নির্বাচনের প্রতিক হিসেবে শাপলা ফুল দেওয়া যেতেই পারে।

