Friday, October 24, 2025
Homeতেজগাঁওয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভা, সভাপতিত্বে ড. মুহাম্মদ ইউনূস

তেজগাঁওয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভা, সভাপতিত্বে ড. মুহাম্মদ ইউনূস

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার (২৩ অক্টোবর)। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমে জানানো হয়, সভাটি নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে অনুষ্ঠিত হয়েছে। তবে বৈঠকের আলোচ্যসূচি বা সিদ্ধান্তের বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

আরো পড়ুন : ৬০ আসনে নির্ভার বিএনপি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক প্রার্থী চূড়ান্ত প্রক্রিয়া ত্বরান্বিত

সরকারি সূত্র বলছে, সাম্প্রতিক প্রশাসনিক ও অর্থনৈতিক বিষয়ে পরামর্শমূলক আলোচনাই ছিল এই উপদেষ্টা পরিষদের সভার মূল এজেন্ডা। ধারণা করা হচ্ছে, দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ