তাওহীদ হৃদয়র ব্যাটে আজ ছিল ধৈর্য আর লড়াইয়ের প্রতিচ্ছবি। যে উইকেটে সৌম্য সরকার আর সাইফ হাসান ঝড় তুলছিলেন, সেখানে রান তুলতে রীতিমতো যুদ্ধ করতে হয়েছে তরুণ এই ব্যাটারকে। ৪৪ বলে ২৮ রানের ধীর ইনিংস খেলেও দলের রানচাকা সচল রাখার চেষ্টা করেছিলেন তিনি, কিন্তু স্লগ ওভার শুরু হওয়ার ঠিক আগে ফেরেন সাজঘরে।
সহজ উইকেটেও ব্যর্থতার দিন হৃদয়ের
ইনিংসের শুরু থেকেই বল ব্যাটে ভালোভাবে আসছিল। সৌম্য সরকার ও সাইফ হাসান স্বাচ্ছন্দ্যে বাউন্ডারি হাঁকিয়ে দ্রুত রান তুলছিলেন। কিন্তু একই উইকেটে নামার পর ছন্দ খুঁজে পাননি তাওহীদ হৃদয়। শুরু থেকেই রান তুলতে হিমশিম খান তিনি। বাউন্ডারি না পেয়ে ঘুরে দাঁড়াতে চাইলেও শেষ পর্যন্ত ভুল শটে বিদায় নিতে হয় তাঁকে।
আরো পড়ুন : ১৮ বছরের অপেক্ষার অবসান, রাওয়ালপিন্ডিতে ইতিহাস গড়ল প্রোটিয়ারা
দলের ইনিংসের গতি তখনও ভালো ছিল, কিন্তু হৃদয়ের ধীর ইনিংস কিছুটা চাপ বাড়ায় মিডল অর্ডারে। শেষ দিকে দ্রুত রান তোলার পরিকল্পনার আগেই তাঁর বিদায়ে হতাশ হয় দলের ডাগআউট।