দক্ষিণ আফ্রিকা অবশেষে ভাঙল দীর্ঘ ১৮ বছরের জয়খরা। পাকিস্তানের মাটিতে টেস্ট জয়ের স্বপ্নটা বাস্তবে রূপ নিল রাওয়ালপিন্ডিতে, যেখানে দাপুটে পারফরম্যান্সে প্রোটিয়ারা হারে শোধ তুলে নেয়। ২০০৭ সালে করাচিতে সবশেষ জয়ের পর এশিয়ার এই মাঠে একের পর এক ব্যর্থতা, কিন্তু এবার সাইমন হার্মারদের ঘূর্ণি আর মারক্রামের ঝড়ো ব্যাটে শেষ হলো সেই দীর্ঘ প্রতীক্ষা।
পিন্ডিতে প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান ৩৩৩ রানে গুটিয়ে যায়। জবাবে দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে তোলে ৪০৪ রান, পায় ৭১ রানের লিড। কিন্তু দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে ভয়াবহ ব্যর্থতা পাকিস্তানের। অফ-স্পিনার সাইমন হার্মার তুলে নেন ৬ উইকেট ইমাম-উল-হক ও শান মাসুদকে ফেরান দ্রুতই, এরপর চাপে পড়ে স্বাগতিকরা।
আরো পড়ুন : ২৪০ দিন পর দলে ফিরেও বাদ পড়ার শঙ্কায় সৌম্য সরকার
বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান কিছুটা লড়লেও তা টেকেনি বেশি সময়। চতুর্থ দিনের সকালে ৫০ রানে আউট হন বাবর, রিজওয়ান ফেরেন ১৮ রানে। শেষ পর্যন্ত পুরো দল অলআউট মাত্র ১০৫ রানে।
মাত্র ৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মারক্রাম (৪২) ও রিকেলটন (২৫*) দ্রুতই কাজ শেষ করেন। ১২.৩ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় প্রোটিয়ারা। দুই ম্যাচের সিরিজ শেষ হয় ১-১ সমতায়।
এশিয়ার মাটিতে এটি দক্ষিণ আফ্রিকার ১১ টেস্টে তৃতীয় জয়। বাকি চারটি হেরেছে, ড্র হয়েছে চারটি ম্যাচ।