Friday, October 24, 2025
Homeসৌম্য সরকার ইনিংস শেষে সতীর্থদের সঙ্গে আলোচনা করছেন -

সৌম্য সরকার ইনিংস শেষে সতীর্থদের সঙ্গে আলোচনা করছেন –

সৌম্য সরকারও পারলেন না সেই কাঙ্ক্ষিত মাইলফলক ছুঁতে। দুর্দান্ত ছন্দে ব্যাট চালিয়ে যখন শতকের পথে এগোচ্ছিলেন, ঠিক তখনই ভুল শটে ফিরে যেতে হলো তাঁকে। কয়েক ঘণ্টা আগেই একইভাবে বিদায় নিয়েছিলেন সাইফ হাসান-দু’জনের পরিণতিও যেন এক- মাঠে তাই আবারও ভেসে উঠল সেই পুরনো আফসোস-‘আর মাত্র কয়েক রানের আক্ষেপ’।

সাইফের পর একই পথে সৌম্যর বিদায়

ইনিংসের শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিলেন সৌম্য সরকার। চোখে পড়ার মতো সব শটে দর্শক মাতিয়েছিলেন তিনি। ব্যাটিং সঙ্গী সাইফ হাসানের সঙ্গে দারুণ জুটি গড়ে দলের রানও এনে দেন ভালো অবস্থানে। কিন্তু যখন সেঞ্চুরির খুব কাছাকাছি, তখনই ধৈর্য হারিয়ে খেললেন অযথা এক শট-আর তাতেই শেষ হলো তাঁর ইনিংস।

সাইফ হাসানও এর আগে একইভাবে ফিরেছিলেন। তিনিও সেঞ্চুরির আগে আউট হয়ে মাঠ ছাড়েন, রেখে যান অপূর্ণতার আক্ষেপ। দুই ওপেনারের এমন ভাগ্য যেন এক সূত্রে বাঁধা দারুণ শুরুর পরও শতক ছোঁয়ার আগেই বিদায়।

আরোপড়ুন : ২৪০ দিন পর দলে ফিরেও বাদ পড়ার শঙ্কায় সৌম্য সরকার

অপূরণীয় আফসোস, আশায় পরের ম্যাচ

দলের ভেতর থেকেই শোনা যাচ্ছে, কোচ ও সতীর্থরা সৌম্যের ইনিংসকে প্রশংসা করেছেন, কিন্তু একই সঙ্গে হতাশাও প্রকাশ করেছেন তাঁর ‘ফিনিশিংয়ের অভাব’ নিয়ে। সামনের ম্যাচগুলোতে এই ভুল শুধরাতে পারলে দলের শুরুর জুটি হতে পারে আরও নির্ভরযোগ্য এমনটাই আশা করছে সমর্থকরা।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ