Thursday, October 23, 2025
HomeiQOO Neo 11: স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেটসহ আসছে নতুন ফ্ল্যাগশিপ, লঞ্চ হবে...

iQOO Neo 11: স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেটসহ আসছে নতুন ফ্ল্যাগশিপ, লঞ্চ হবে ৩০ অক্টোবর

চীনের স্মার্টফোন বাজারে আসছে নতুন প্রতিদ্বন্দ্বী — iQOO Neo 11। ফোকাস কিওয়ার্ড “iQOO Neo 11” এবার আলোচনায় এসেছে গিকবেঞ্চ ডাটাবেসে উপস্থিতির কারণে। ফোনটি আনুষ্ঠানিকভাবে বাজারে আসবে ৩০ অক্টোবর, তবে এরই মধ্যে প্রকাশিত তথ্যগুলো এর শক্তিশালী পারফরম্যান্স এবং ডিজাইন সম্পর্কে স্পষ্ট ধারণা দিচ্ছে।

গিকবেঞ্চে দেখা মিলল iQOO Neo 11-এর শক্তিশালী কনফিগারেশনের

সম্প্রতি গিকবেঞ্চে Vivo V2520A মডেল নম্বরযুক্ত একটি ডিভাইসের তালিকা প্রকাশিত হয়েছে, যা আসলে iQOO Neo 11 বলেই ধারণা করা হচ্ছে। এই ফোনটিই গত মাসে ৩সি সার্টিফিকেশনে দেখা গিয়েছিল ১০০ ওয়াট চার্জারসহ। গিকবেঞ্চ স্কোরে দেখা যায়, ফোনটি পেয়েছে সিঙ্গেল-কোরে ২,৯৩৬ এবং মাল্টি-কোরে ৮,৮১৮ পয়েন্ট — যা তার পারফরম্যান্স সক্ষমতার প্রমাণ দিচ্ছে।

ফোনটির চিপসেটের নাম সরাসরি উল্লেখ না থাকলেও সোর্স কোড অনুযায়ী এটি Snapdragon 8 Elite প্রসেসরে চালিত। এছাড়া এতে থাকবে ১৬ জিবি র‌্যাম এবং Android 16 অপারেটিং সিস্টেম। এই কনফিগারেশনের ফলে ডিভাইসটি চীনের OnePlus Ace 6, Redmi K90, এবং Realme GT 8-এর মতো ফ্ল্যাগশিপ ফোনগুলোর সরাসরি প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।

ডিজাইন ও স্পেসিফিকেশন: চোখ ধাঁধানো ফিচার

iQOO Neo 11-এ থাকছে ৬.৭৮-ইঞ্চির BOE Q10+ OLED ডিসপ্লে, যার রেজোলিউশন ২কে এবং রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। শক্তিশালী ৭৫০০ এমএএইচ ব্যাটারি ও ১০০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি নিশ্চিত করবে দীর্ঘ সময়ের ব্যবহার। ফোনটি চালু থাকবে OriginOS 6 ইন্টারফেসে, যা Android 16 ভিত্তিক।

আরো পড়ুন:

আগামীকালের আবহাওয়া ২৪ অক্টোবর ২০২৫: কোথাও বৃষ্টি, কোথাও থাকবে শুকনো আকাশ

আজকের রুপার দাম ২৩ অক্টোবর ২০২৫

ছবির দিক থেকে, ফোনটিতে থাকছে ৫০ মেগাপিক্সেলের মূল ক্যামেরা ও OIS সুবিধা, সঙ্গে একটি আল্ট্রা-ওয়াইড সেন্সর। নিরাপত্তার জন্য ব্যবহৃত হয়েছে আল্ট্রাসনিক ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ডিভাইসটির বডি মেটাল মিডল ফ্রেম ও IP68/69 রেটিং সহ তৈরি, যা ধুলো ও পানির প্রতিরোধে সক্ষম। এটি কালো, সাদা, কমলা ও বেগুনি — এই চারটি রঙে পাওয়া যাবে।

বাজারে আসছে অক্টোবরের শেষে

চীনে ৩০ অক্টোবর উন্মোচনের পর, iQOO 15-এর সঙ্গে ভারতের বাজারে নভেম্বরের দিকে দেখা মিলতে পারে। তবে iQOO Neo 11 ভারতে কবে আসবে, তা এখনো নিশ্চিত নয়। ধারণা করা হচ্ছে, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে এটি ভারতীয় বাজারেও আত্মপ্রকাশ করবে।

Ratan Datta
Ratan Datta
আমি রতন দত্ত "স্টার শান্ত" ওয়েবসাইটে ম্যানেজিং ও এডিটর হিসেবে নিয়োজিত রয়েছি। আমি খেলাধুলা, অটোমোবাইল, বিনোদন ও বিভিন্ন বিষয় লেখালেখি করি এবং আমার লক্ষ্য আপনাকে গুরুত্বপূর্ণ তথ্য ও সহজে বোঝানো।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ