আফগানিস্তানে ভয়াবহ হামলায় তিন স্থানীয় ক্রিকেটার নিহত হয়েছেন-এই মর্মান্তিক ঘটনায় আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) আসন্ন পাকিস্তান ত্রিদেশীয় সিরিজে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে। নভেম্বরের ১৭ থেকে ২৯ তারিখ পর্যন্ত পাকিস্তানের রাওয়ালপিন্ডি ও লাহোরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই টি-টোয়েন্টি সিরিজটি। কিন্তু আরগুন জেলার এই হামলা আফগান ক্রিকেটে গভীর শোকের ছায়া ফেলেছে।
আরগুনে হামলায় তিন ক্রিকেটারের মৃত্যু
পাকতিকা প্রদেশের রাজধানী শারানায় প্রীতি ম্যাচ খেলে ফেরার পথে আরগুন জেলায় হামলার শিকার হন স্থানীয় তিন ক্রিকেটার কবির, সিবঘাতুল্লাহ ও হারুন। তাঁদের সঙ্গে আরও পাঁচজন নিহত হয়েছেন এবং অন্তত সাতজন আহত। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের এক্স (X) পোস্টে জানানো হয়, নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পাকিস্তানে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা।
ত্রিদেশীয় সিরিজ থেকে সরে দাঁড়াল আফগানিস্তান
এই সিরিজে পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের অংশ নেওয়ার কথা ছিল। এসিবি জানিয়েছে, খেলোয়াড়দের নিরাপত্তা ও নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সিরিজ থেকে সরে আসা ছাড়া তাদের কোনো বিকল্প ছিল না। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।
আরো পড়ুন : নাঈম শেখের সোশ্যাল মিডিয়া পোস্টে ক্ষুব্ধ কোচ সিমন্স
সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই সিরিজ বাতিল
এ ঘটনায় শুধু ক্রীড়া মহল নয়, রাজনৈতিক পর্যায়েও আলোড়ন সৃষ্টি হয়েছে। কারণ, সাম্প্রতিক সময়ে পাকিস্তান ও আফগানিস্তানের কূটনৈতিক সম্পর্ক ক্রমেই খারাপের দিকে যাচ্ছে। এমন অবস্থায় সিরিজ বাতিল হওয়ায় দুই দেশের ক্রিকেট সম্পর্কেও নতুন প্রশ্ন উঠেছে।