Saturday, October 18, 2025
Homeমিস্টারবিস্টের ছবিতে তিন খান এক ফ্রেমে, সরগরম সোশ্যাল মিডিয়া

মিস্টারবিস্টের ছবিতে তিন খান এক ফ্রেমে, সরগরম সোশ্যাল মিডিয়া

বিশ্ববিখ্যাত ইউটিউবার মিস্টারবিস্ট বা জিমি ডোনাল্ডসন বলিউডের কিংবদন্তি তিন তারকা শাহরুখ খান, সালমান খান ও আমির খানের সঙ্গে এক ফ্রেমে হাজির হয়ে যেন ইন্টারনেট কাঁপিয়ে দিয়েছেন। সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত জয় ফোরাম ২০২৫-এ তোলা সেই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

জয় ফোরামে তিন খানের সঙ্গে মিস্টারবিস্ট

রিয়াদের জয় ফোরাম ২০২৫-এ তোলা একটি ছবিতে দেখা যায়, মিস্টারবিস্ট বলিউডের তিন কিংবদন্তি শাহরুখ, সালমান ও আমির খানের সঙ্গে হাসিমুখে পোজ দিয়েছেন। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ছবি শেয়ার করে ইউটিউবার লিখেছেন, “Hey India, should we all do something together?”—এই রহস্যময় ক্যাপশনই মুহূর্তের মধ্যে ভক্তদের কৌতূহল বাড়িয়ে দেয় সম্ভাব্য সহযোগিতা নিয়ে।

ছবিতে শাহরুখ ও সালমান খান পরেছেন মানানসই স্যুট, আর আমির খানকে দেখা গেছে কালো কুর্তা ও সাদা প্যান্টের ইন্দো-ওয়েস্টার্ন পোশাকে। মিস্টারবিস্ট ছিলেন সম্পূর্ণ কালো পোশাকে, তিন তারকার পাশে উজ্জ্বল হাসিতে ধরা দিয়েছেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় ভক্তদের উচ্ছ্বাস

ছবি প্রকাশের পরপরই এক্স (সাবেক টুইটার) ভরে যায় প্রতিক্রিয়ায়। এক ভক্ত মজা করে লেখেন, “অম্বানির পর এবার মিস্টারবিস্টই তিন খানকে এক ফ্রেমে আনলেন!” অন্যজন লিখেছেন, “মিস্টারবিস্টের পরের কোলাব কি তবে তিন খানের সঙ্গে?”

আরো পড়ুন: ১ ও ২ টাকার কয়েন লেনদেনে অনীহা বেআইনি: বাংলাদেশ ব্যাংক

তিন খান—শাহরুখ, সালমান ও আমির—প্রায় তিন দশক ধরে বলিউডে রাজত্ব করছেন। পেশাগত প্রতিদ্বন্দ্বিতা থাকা সত্ত্বেও সাম্প্রতিক বছরগুলোতে তাঁদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নজর কেড়েছে। শাহরুখ ও সালমানের বন্ধুত্ব পুনরুজ্জীবিত হয়েছে, আর আমির দুজনের সঙ্গেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন।

তিন খানকে একই ফ্রেমে দেখা খুবই বিরল ঘটনা। সর্বশেষ তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল আমির খানের ‘সিতারে জমিন পার’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে। এছাড়াও, তাঁরা আরিয়ান খানের পরিচালনায় নির্মিত ওয়েব সিরিজ ‘The Ba**ds of Bollywood’*-এ আলাদাভাবে উপস্থিত ছিলেন, যদিও একসঙ্গে কোনো দৃশ্যে দেখা যায়নি।

জয় ফোরাম ২০২৫: তারকাদের মিলনমেলা

জয় ফোরাম ২০২৫ অনুষ্ঠিত হয় সৌদি আরবের জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির (GEA) চেয়ারম্যান তুর্কি আলালশেখের পৃষ্ঠপোষকতায়। এ আয়োজনে অংশ নেন বিশ্বখ্যাত তারকা ও ব্যক্তিত্বরা—ডানা হোয়াইট, শাকিল ও’নিল, টেরি ক্রুজ, গ্যারি ভেনারচাক, লি জং-জে, রায়ান সিক্রেস্টসহ আরও অনেকে। পাশাপাশি উপস্থিত ছিল বড় বিনোদন প্রতিষ্ঠান যেমন নেটফ্লিক্স, WWE, UFC, স্কাই স্পোর্টস ও এমবিসি স্টুডিওস।

মিস্টারবিস্টের এই ছবিটি কেবল তিন খানকে একত্রে দেখার বিরল সুযোগই এনে দেয়নি, বরং সম্ভাব্য একটি আন্তর্জাতিক সহযোগিতার ইঙ্গিতও দিয়েছে। এখন ভক্তরা অপেক্ষা করছেন—বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ইউটিউবার ও বলিউডের সবচেয়ে বড় তিন তারকার এই সাক্ষাৎ কি নতুন কোনো প্রকল্পের সূচনা ঘটাবে?

Ratan Datta
Ratan Datta
আমি রতন দত্ত "স্টার শান্ত" ওয়েবসাইটে ম্যানেজিং ও এডিটর হিসেবে নিয়োজিত রয়েছি। আমি খেলাধুলা, অটোমোবাইল, বিনোদন ও বিভিন্ন বিষয় লেখালেখি করি এবং আমার লক্ষ্য আপনাকে গুরুত্বপূর্ণ তথ্য ও সহজে বোঝানো।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ