Friday, January 30, 2026
Homeবিরাট কোহলি উপহার দিলেন ভাইকে ১১১ কোটি টাকার বাংলো

বিরাট কোহলি উপহার দিলেন ভাইকে ১১১ কোটি টাকার বাংলো

ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি বিরাট কোহলি এবার খবরের শিরোনামে এসেছেন ব্যক্তিগত জীবনের কারণে। সম্প্রতি কোহলি তার ভাই বিকাশ কোহলিকে গুরুগ্রামে একটি বিলাসবহুল বাংলো উপহার দিয়েছেন।

ডিএনএ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, গুরুগ্রামের ওই বাংলোর মূল্য ৮০ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১০ কোটি ৮১ লাখ ৫২ হাজার টাকার সমান। কোহলি নিজের জেনারেল পাওয়ার অব অ্যাটোর্নি (জিপিএ) ব্যবহার করে এই বাংলোর দালিলিক নিজের ভাইকে দিয়েছেন। খবর অনুসারে, কোহলি ও তার পরিবার লন্ডনে স্থায়ী হওয়ার পরিকল্পনা নিয়েছেন, এবং তাই গুরুগ্রামের এই বাংলোকে পরিবারিক উপহার হিসেবে দিয়েছেন।

১৪ অক্টোবর কোহলি গুরুগ্রামের ওয়াজিরাবাদ তেহসিল অফিসে উপস্থিত হয়ে আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন করেন। এর পরের দিন, অর্থাৎ ১৫ অক্টোবর তিনি অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হন।

আরো পড়ুন : আর্জেন্টিনার তরুণদের আরেক ইতিহাস: কলম্বিয়াকে হারিয়ে অনূর্ধ্ব–২০ বিশ্বকাপ ফাইনালে

ক্রিকেটীয় প্রসঙ্গেও কোহলি এই মুহূর্তে সংবেদনশীল সময় পার করছেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে টি-টোয়েন্টি ও টেস্টে বিদায় নেয়ার পরিকল্পনা থাকলেও ওয়ানডে খেলার বিষয় এখনও অনিশ্চিত। তবে আইপিএলে তিনি প্রতিজ্ঞা করেছেন, নিজের প্রথম ও শেষ ম্যাচ শুধু বেঙ্গালুরুর হয়ে খেলবেন। আইপিএল ক্যারিয়ারে কোহলির ৮৬৬১ রান, ৮টি সেঞ্চুরি ও ৬৩টি ফিফটি রয়েছে।

এই বাংলো উপহারের ঘটনা ব্যক্তিগত জীবনের দিক থেকে কোহলির পরিবারিক সম্পর্কের ঘনিষ্ঠতা ও উদারতা তুলে ধরেছে।

সর্ম্পকিত পোস্ট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ