Friday, October 17, 2025
Homeদিনাজপুরের ৪৩ কলেজে কেউ পাশ করেনি

দিনাজপুরের ৪৩ কলেজে কেউ পাশ করেনি

২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের পর দিনাজপুর শিক্ষা বোর্ডে নেমে এসেছে হতাশার ছায়া। এ বোর্ডে পাশের হার ৫৭ দশমিক ৪৯ শতাংশ, যা গত বছরের তুলনায় অনেক কম। এবার জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ২৬০ জন শিক্ষার্থী, গত বছর ছিল প্রায় দ্বিগুণ।

কিন্তু সবচেয়ে হতাশার খবর দিনাজপুর বোর্ডের অধীনে ৪৩টি কলেজে একজন শিক্ষার্থীও পাশ করতে পারেনি।

দেশে ২০২ প্রতিষ্ঠানের সবাই ফেল, দিনাজপুরেই ৪৩টি

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ বছর সারা দেশে ২০২টি শিক্ষা প্রতিষ্ঠানের একজনও পরীক্ষার্থী পাস করেনি, যেখানে গত বছর (২০২৪) এই সংখ্যা ছিল মাত্র ৬৫টি।
এই ২০২টি প্রতিষ্ঠানের মধ্যে দিনাজপুর শিক্ষা বোর্ডেই আছে ৪৩টি কলেজ, অর্থাৎ দেশের মোট ‘শূন্য পাশ’ কলেজের প্রায় এক-চতুর্থাংশই এই বোর্ডে।

কোন জেলায় কত কলেজ ফেল করেছে

দিনাজপুর বোর্ডের অধীনে মোট ৬৬৬টি কলেজ থেকে শিক্ষার্থীরা এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে:

  • দিনাজপুর জেলায় ৪টি,
  • ঠাকুরগাঁওয়ে ৬টি,
  • পঞ্চগড়ে ৩টি,
  • নীলফামারীতে ১০টি,
  • লালমনিরহাটে ৫টি,
  • রংপুরে ৪টি,
  • কুড়িগ্রামে ৯টি,
  • গাইবান্ধায় ২টি কলেজের সবাই ফেল করেছে।

অন্যদিকে, বোর্ডের ১১টি কলেজে শতভাগ শিক্ষার্থী পাশ করেছে যা কিছুটা হলেও সান্ত্বনার খবর।

মেয়েরা এগিয়ে, কমেছে সামগ্রিক সাফল্য

দিনাজপুর বোর্ড চেয়ারম্যান প্রফেসর তৌহিদুল ইসলাম জানান, এ বছর বোর্ডে ১ লাখ ৫ হাজার ৮৯১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়, পাস করেছে ৬০ হাজার ৮৮২ জন
মেয়েদের পাশের হার ৬১.৯২ শতাংশ, ছেলেদের ৫২.৬৫ শতাংশ– অর্থাৎ বরাবরের মতো এবারও মেয়েরা এগিয়ে।

আরো পড়ুন : এইচএসসি রেজাল্ট ২০২৫ প্রকাশ: ঢাকা বোর্ডের ফলাফল দেখবেন যেভাবে

ফলাফল বিশ্লেষণ

গত সাত বছরের পরিসংখ্যান বলছে, ২০২৫ সালে দিনাজপুর বোর্ডের ফল সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। ২০২৪ সালে পাশের হার ছিল ৭৭.৫৬%, ২০২৩ সালে ৭৪.৪৮%, ২০২২ সালে ৭৯.০৮%, আর ২০২১ সালে ছিল ৯২.৪৩%।
ফলে শিক্ষাবোর্ড ও শিক্ষা বিশেষজ্ঞদের মতে, শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের প্রস্তুতি পুনর্মূল্যায়ন এখন সময়ের দাবি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ