বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা দাবি পূরণ না হলে আগামীকাল রাজধানীর শাহবাগ মোড়ে ‘ব্লকেড কর্মসূচি’ পালনের ঘোষণা দিয়েছেন। তিন দফা দাবিতে আন্দোলনরত এই শিক্ষক-কর্মচারীরা আজ মঙ্গলবার রাতে জানিয়েছেন, প্রজ্ঞাপন জারি না হলে দুপুর ১২টার পর তাঁরা শাহবাগের দিকে রওনা হবেন।
তিন দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা
‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’-এর সদস্যসচিব দেলাওয়ার হোসেন আজিজী মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে জানান, “দাবি পূরণ ও প্রজ্ঞাপন জারির জন্য আমরা আগামীকাল দুপুর পর্যন্ত অপেক্ষা করব। এর মধ্যে প্রজ্ঞাপন না এলে শাহবাগে ব্লকেড কর্মসূচি পালনে যাত্রা করব।”
আজ বিকেলে শিক্ষক-কর্মচারীরা ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি শুরু করলেও হাইকোর্ট মোড়ে পুলিশি বাধার মুখে পড়েন। সেখানে থেমে তারা অবস্থান নেন এবং রাতেই নতুন কর্মসূচি ঘোষণা করেন।
আন্দোলনকারীদের তিন দফা দাবি
১️⃣ মূল বেতনের ২০ শতাংশ (ন্যূনতম ৩ হাজার টাকা) হারে বাড়িভাড়া প্রদান
২️⃣ শিক্ষক ও কর্মচারী উভয়ের জন্য ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা
৩️⃣ কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশে উন্নীত করা
এই তিন দাবিকে কেন্দ্র করেই রোববার থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার আন্দোলন শুরু করেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।
আরো পড়ুন : জুলাই সনদ নিয়ে টালবাহানা করছে নির্দিষ্ট মহল: পরওয়ার
পুলিশি বাধা ও অবস্থান কর্মসূচি
রোববার প্রেসক্লাব এলাকায় অবস্থান নেওয়া শিক্ষক-কর্মচারীদের ওপর লাঠিপেটা, সাউন্ড গ্রেনেড ও জলকামান ছুড়ে পুলিশ ছত্রভঙ্গ করে দেয়। পরে আন্দোলনকারীরা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে অবস্থান নেন। সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও সংহতি জানান।
দাবি আদায়ে আন্দোলনকারীরা বলেছেন, সরকার দ্রুত সিদ্ধান্ত না নিলে তাঁরা আরও কঠোর কর্মসূচিতে যাবেন।
শিক্ষা মন্ত্রণালয়ের অবস্থান
শিক্ষা মন্ত্রণালয়ের এক সূত্র জানিয়েছে, বাড়িভাড়া ভাতা সংক্রান্ত প্রস্তাব ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রস্তাবে বলা হয়েছে-
- ২০% বাড়িভাড়া দিতে খরচ হবে প্রায় ৩,৪০০ কোটি টাকা,
- ১৫% দিলে ২,৪৩৯ কোটি,
- ১০% দিলে ১,৭৬৯ কোটি,
- আর ৫% দিলে ১,৩৭১ কোটি টাকা প্রয়োজন হবে।
এমপিওভুক্ত শিক্ষকদের দীর্ঘদিনের দাবি বিবেচনায় নিয়ে বিষয়টি পর্যালোচনা চলছে বলে জানা গেছে।