বাংলাদেশে বিচারপ্রক্রিয়ায় নতুন যুগের সূচনা হতে যাচ্ছে। আগামীকাল বুধবার থেকে পরীক্ষামূলকভাবে শুরু হচ্ছে অনলাইনে বেলবন্ড (জামিননামা) গ্রহণের প্রক্রিয়া, যা আদালতের রায় ঘোষণার পর এক ক্লিকেই সরাসরি সংশ্লিষ্ট জেলখানায় পৌঁছে যাবে। এই উদ্যোগকে বাংলাদেশের বিচারব্যবস্থায় ডিজিটাল রূপান্তরের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
অনলাইনে বেলবন্ড গ্রহণের পাইলট প্রকল্প চালু
আজ মঙ্গলবার সকালে সুপ্রিম কোর্ট মিলনায়তনে ‘অ্যাটর্নি জেনারেল’স অফিস ইন্টার্নশিপ প্রোগ্রাম ২০২৫’ অনুষ্ঠানে এই ঘোষণা দেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি জানান, একজন ব্যক্তি জামিন পাওয়ার পর বর্তমানে প্রায় ১২টি ধাপের ভেতর দিয়ে যেতে হয়, যেখানে অনেক সময় হয়রানি ও ঘুষের অভিযোগ ওঠে।
আগামীকাল আমরা পাইলট প্রজেক্ট চালু করছি। এক ক্লিকে আদালতের রায় থেকে বেলবন্ড সরাসরি জেলখানায় পৌঁছে যাবে। এতে কোনো হয়রানি বা বিলম্ব থাকবে না,বলেন আসিফ নজরুল।
নিজস্ব উদ্যোগে করা সংস্কার
আইন উপদেষ্টা জানান, এই প্রকল্প সম্পূর্ণ সরকারি অর্থায়নে বাস্তবায়ন করা হয়েছে।
আমরা নিজেরা করেছি, কারও কোনো হেল্প লাগে নাই। আমাদের সরকারের যথেষ্ট টাকা আছে। শুধু আত্মবিশ্বাস অর্জন করতে হবে যে আমরা নিজেরাই পারি, যোগ করেন তিনি।
তিনি আরও বলেন, প্রবাসী ব্যাংকে প্রায় ১,৬০০ কোটি টাকা এবং রেজিস্ট্রার অফিসে প্রায় ১,৫০০ কোটি টাকা সরকারি তহবিলে জমা আছে, যা দেশের উন্নয়নমূলক কাজে ব্যবহার করা সম্ভব।
প্রথমবারের মতো অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে ইন্টার্নশিপ প্রোগ্রাম
অনুষ্ঠানে আরও জানানো হয়, দেশের ইতিহাসে প্রথমবারের মতো আইনে স্নাতক ডিগ্রিধারী ২৫ জন শিক্ষার্থী ‘অ্যাটর্নি জেনারেল’স অফিস ইন্টার্নশিপ প্রোগ্রাম ২০২৫’-এ অংশ নিচ্ছেন।
অংশগ্রহণকারীরা এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে। ছয় মাস মেয়াদি এই প্রোগ্রামটি বাস্তবায়নে সহায়তা করছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)।
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার, নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন আরাল্ড গুলব্রানসেন এবং সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস লিনাস রাগনার উইকস।
আরো পড়ুন :সুনামগঞ্জে নারী হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন
আত্মবিশ্বাসের বার্তা
নিজের বক্তৃতায় আসিফ নজরুল তরুণ আইনজীবীদের উদ্দেশে বলেন,
আমাদের মানসিকতা বদলাতে হবে। বিদেশি সাহায্য ছাড়াও আমরা অনেক কিছু করতে পারি। আত্মবিশ্বাসী হতে হবে যে আমরা নিজেরা পরিবর্তন আনতে সক্ষম।