Tuesday, October 14, 2025
Homeটুঙ্গিপাড়ায় বাসের ধাক্কায় ৮ বছরের স্কুলছাত্রীর মৃত্যু, বিক্ষোভে সড়ক অবরোধ

টুঙ্গিপাড়ায় বাসের ধাক্কায় ৮ বছরের স্কুলছাত্রীর মৃত্যু, বিক্ষোভে সড়ক অবরোধ

পালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মীম (৮) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছেন। রবিবার (১২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কুশলী ইউনিয়নের নীলফা বাজার এলাকার গোপালগঞ্জ-পিরোজপুর সড়কে দুর্ঘটনাটি ঘটে।

নিহত শিশু সিনথিয়া আক্তার মীম ছিলেন উপজেলার বর্নি ইউনিয়নের সিঙ্গিপাড়া গ্রামের মিরাজ শেখের কন্যা এবং নীলফা বাজার মডার্ন কিন্ডারগার্টেন স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

ঘটনার বিবরণ

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্কুল ছুটি হওয়ার পর মীম রাস্তা পার হচ্ছিলেন। তখন ঢাকা থেকে আসা ইমাদ পরিবহণের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে মীমের মাথা ফেটে যায় এবং তিনি রাস্তার ওপর পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ আড়াইশ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক গুরুতর আহত অবস্থায় তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের প্রতিক্রিয়া

দুর্ঘটনার প্রতিবাদে স্থানীয় শিক্ষার্থী ও জনগণ প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। পরে সহকারী কমিশনার (ভূমি) ও অতিরিক্ত পুলিশ সুপারসহ স্থানীয় নেতাদের অনুরোধে তারা অবরোধ তুলে নেন।

আরো পড়ুন:বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে ওষুধ কারখানার শ্রমিকদের কর্মবিরতি

পুলিশ ও তদন্ত

টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (অপারেশন) খন্দকার আওরঙ্গজেব জানান, বাসটি পুলিশ হেফাজতে রয়েছে। তবে চালক পালিয়ে গেছে। মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ