গাজীপুরের কালিয়াকৈরে বকেয়া বেতনের দাবিতে জেনারেল ফার্মাসিউটিক্যাল লিমিটেডের (ইউনিট-২) শ্রমিকেরা কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি শুরু করেছেন। আজ সোমবার সকালে উপজেলার সুরিচালা এলাকায় কারখানার শতাধিক শ্রমিক কাজ বন্ধ রেখে এ কর্মসূচিতে অংশ নেন।
শ্রমিকদের অভিযোগ, তিন মাস ধরে বেতন পাচ্ছেন না। মালিকপক্ষের কাছে বারবার দাবি জানানো হলেও নানা অজুহাতে সময়ক্ষেপণ করা হচ্ছে। বাধ্য হয়ে আজ সকাল থেকে তাঁরা কারখানার ভেতরেই অবস্থান কর্মসূচি শুরু করেছেন।
শ্রমিকদের বেতন তিন মাস বাকি, স্টাফদের আট মাস
কারখানার কর্মকর্তা রাজু আহাম্মেদ জানান, বর্তমানে প্রতিষ্ঠানে প্রায় তিন শতাধিক শ্রমিক ও স্টাফ কাজ করেন। এর মধ্যে শ্রমিকদের তিন মাসের এবং স্টাফদের আট মাসের বেতন বকেয়া রয়েছে।
এক শ্রমিক নাম প্রকাশ না করার শর্তে বলেন,
মাঝেমধ্যে সামান্য কিছু টাকা দেওয়া হয়, তাতে ঘরভাড়াও মেটানো যায় না। কর্তৃপক্ষ শুধু বলে দিচ্ছি, কিন্তু কখন দেবে জানে না।
আরো পড়ুন:নাইক্ষ্যংছড়ি সীমান্তের রেজু আমতলী এলাকায় বিস্ফোরণস্থল
পুলিশ উপস্থিত, আলোচনা চলছে
খবর পেয়ে কালিয়াকৈর থানা-পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে আলোচনা শুরু করেছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান বলেন,
শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কর্মবিরতি পালন করছেন। আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।”
তবে এ বিষয়ে জানতে কারখানার মহাব্যবস্থাপক তৌহিদুল ইসলাম ও উৎপাদন কর্মকর্তা কৌশিক আরেফিনের সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁরা সাড়া দেননি।