আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের বার্ষিক সভা আজ সোমবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে শুরু হচ্ছে। চলবে আগামী ১৮ অক্টোবর পর্যন্ত। বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেই শুরু হতে যাওয়া এই সভায় অংশ নিচ্ছে বাংলাদেশসহ বিশ্বের ১৯০টির বেশি দেশের প্রতিনিধিদল।
বাংলাদেশের পক্ষ থেকে সাবেক কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ও অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল অংশ নিচ্ছে। এই দলে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরসহ অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ঋণ, সংস্কার ও পাচার অর্থ ফেরত-মূল আলোচ্য বিষয়
অর্থ মন্ত্রণালয়ের সূত্র জানায়, বাংলাদেশের প্রতিনিধিদল শুধু মূল সভাতেই নয়, পাশাপাশি সাইড লাইনে আইএমএফ, বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করবে। এসব বৈঠকে চলমান ৪৭০ কোটি ডলারের আইএমএফ ঋণ কর্মসূচি, আর্থিক খাতের সংস্কার, এবং পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে আলোচনা হবে।
আরো পড়ুন:যুক্তরাষ্ট্র–চীন বাণিজ্যযুদ্ধের নতুন মোড়: বিরল খনিজ ধাতু নিয়ে উত্তেজনা
এ ছাড়া বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী বিশ্বব্যাংকের সঙ্গে এক বিলিয়ন ডলারের বেশি বাজেট সহায়তা নিয়ে আলোচনা চলমান রয়েছে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা।
বৈশ্বিক প্রেক্ষাপটে কঠিন সময়
এবারের আইএমএফ–বিশ্বব্যাংকের বার্ষিক সভা অনুষ্ঠিত হচ্ছে এমন এক সময়ে, যখন যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক ও বৈশ্বিক মন্দার প্রভাবে বিশ্ববাণিজ্য চাপের মুখে। এ নিয়ে আইএমএফ সম্প্রতি সতর্ক করে বলেছে, চলমান ধীরগতি থেকে অর্থনীতি পুনরুদ্ধারে কঠোর ও সাহসী নীতিমালা গ্রহণ করতে হবে।
সভায় অংশ নেওয়া নীতিনির্ধারকরা আশা করছেন, এই বার্ষিক বৈঠক থেকে বিশ্ব অর্থনীতিকে স্থিতিশীল করার নতুন রূপরেখা পাওয়া যাবে।