Tuesday, October 14, 2025
Homeওয়ানডে র‍্যাঙ্কিংয়ে পতন, বিশ্বকাপ বাঁচাতে সামনে টানা ২৪ ম্যাচের লড়াই বাংলাদেশের

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে পতন, বিশ্বকাপ বাঁচাতে সামনে টানা ২৪ ম্যাচের লড়াই বাংলাদেশের

বিশ্বকাপ ২০২৭ এখন বাংলাদেশের জন্য এক কঠিন সমীকরণে দাঁড়িয়ে। টানা ব্যর্থতার কারণে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে নেমে গেছে ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন ১০ নম্বরে দলটি। সরাসরি বিশ্বকাপে খেলতে হলে ২০২৭ সালের ৩১ মার্চের মধ্যে থাকতে হবে শীর্ষ নয় দলের মধ্যে। সেই লক্ষ্য পূরণে সামনে আটটি সিরিজে ২৪ ওয়ানডে খেলবে বাংলাদেশ, যেখানে প্রতিটি ম্যাচই হতে পারে ভাগ্য নির্ধারণী।

বিশ্বকাপ ২০২৭: কঠিন পথে বাংলাদেশ

বাংলাদেশের ওয়ানডে ফর্ম এখন তলানিতে। সর্বশেষ ১১ ম্যাচে ১০ হারের ধাক্কা র‍্যাঙ্কিংয়ে বড় পতন ঘটিয়েছে। যে ফরম্যাটে একসময় বাংলাদেশের সবচেয়ে সাফল্য ছিল, এখন সেটিই হয়ে উঠেছে সবচেয়ে দুশ্চিন্তার জায়গা।

এ অবস্থায় সরাসরি বিশ্বকাপে জায়গা করে নিতে হলে আগামী দেড় বছরে বাংলাদেশের জন্য প্রতিটি সিরিজই গুরুত্বপূর্ণ। পরিসংখ্যান বলছে, সামনে মোট আটটি সিরিজে ২৪ ওয়ানডে খেলবে টাইগাররা।

সামনে বাংলাদেশের যত সিরিজ

প্রথমে আফগানিস্তানের পর ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। আফগানদের কাছে হারের পর ক্যারিবীয়দের ৩–০ ব্যবধানে হারাতে পারলে বাংলাদেশ উঠতে পারে র‍্যাঙ্কিংয়ের নবম স্থানে।

এরপর মার্চে পাকিস্তান, এপ্রিলেই নিউজিল্যান্ড, জুনে অস্ট্রেলিয়া এবং সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে খেলবে টাইগাররা। বিদেশের মাটিতে অপেক্ষা করছে জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা সিরিজ।

আরো পড়ুন:আর্জেন্টিনার কাছে ২-০ গোলে হার, মেক্সিকোর বিশ্বকাপ স্বপ্ন শেষ!”

২০২৬ সালের নভেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরের পর ২০২৭ সালের মার্চ পর্যন্ত বাংলাদেশের আর কোনো ওয়ানডে সিরিজ নেই। তবে বিসিবির পরিকল্পনা আছে ওই সময়ে একটি নতুন সিরিজ আয়োজনের।

সময়সূচি এক নজরে

সময়প্রতিপক্ষম্যাচ সংখ্যা
অক্টোবর ২০২৫ওয়েস্ট ইন্ডিজ
মার্চ–এপ্রিল ২০২৬পাকিস্তান
এপ্রিল ২০২৬নিউজিল্যান্ড
জুন ২০২৬অস্ট্রেলিয়া
জুলাই ২০২৬জিম্বাবুয়ে*
আগস্ট ২০২৬আয়ারল্যান্ড*
সেপ্টেম্বর ২০২৬ভারত
নভেম্বর ২০২৬দক্ষিণ আফ্রিকা*

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ