রাকসু নির্বাচন ঘিরে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে। রবিবার রাত থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পাশাপাশি দুটি আবাসিক হলে তল্লাশি চালিয়ে পাঁচজন অনাবাসিক শিক্ষার্থীকে আজ সোমবারের মধ্যে হল ত্যাগের নির্দেশ দিয়েছে প্রশাসন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, মতিহার ও বিজয়-২৪ হলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম, হল প্রশাসন এবং পুলিশের যৌথ অভিযান পরিচালিত হয়। এ সময় অনাবাসিক শিক্ষার্থীদের উপস্থিতি ধরা পড়লে তাঁদের দ্রুত হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। তবে শিক্ষার্থীদের অনেকে অভিযোগ করেছেন, হলে পুলিশ প্রবেশ করানো বিশ্ববিদ্যালয়ের স্বাধীন পরিবেশের পরিপন্থী।
ছাত্র গণমঞ্চের আহ্বায়ক নাসিম সরকার সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে লেখেন, ‘বিশ্ববিদ্যালয়ের হলে পুলিশের উপস্থিতি শিক্ষার্থীদের জন্য অপমানজনক। হলে প্রভোস্টদের দায়িত্ব থাকলেও এখন পুলিশগিরি দেখানো হচ্ছে।’
আরো পড়ুন:ঢাবি ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে উত্তপ্ত নিউমার্কেট এলাকা —
অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, “অভিযানের সময় পাওয়া পাঁচজনই সংশ্লিষ্ট হলের শিক্ষার্থী ছিলেন। নিরাপত্তা নিশ্চিতের স্বার্থে তাঁদের অনাবাসিক অবস্থান তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এখন ক্যাম্পাসের পরিবেশ অনেক নিয়ন্ত্রিত।
এদিকে রাকসু নির্বাচন ও হল সংসদ নির্বাচন সামনে রেখে ক্যাম্পাসে নিরাপত্তা জোরদারের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথে চেকপোস্ট বসানো হয়েছে। উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব জানান, নির্বাচনের দিন প্রায় দুই হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবে, প্রয়োজনে অন্যান্য বাহিনীর সহায়তাও নেওয়া হবে।
নির্বাচন ঘিরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে টানটান উত্তেজনা
রাকসু, হল সংসদ ও সিনেট ছাত্রপ্রতিনিধি নির্বাচন সামনে রেখে প্রশাসন কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। বিশ্ববিদ্যালয়জুড়ে রাতভর টহল ও তল্লাশি চালানো হয়, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।