Monday, October 13, 2025

আজকের সোনার দামের ক্যালকুলেটর

আপনার সোনার দাম:
আপনার দেওয়া ওজন: —
মোট ওজন হয়: —
সরকারি ভ্যাটসহ মোট: —
কারিগরের মজুরিসহ মোট: —
সর্বমোট: —

১৮ ক্যারেট আজকের স্বর্ণের দাম - ১৩ অক্টোবর ২০২৫

  • ১ রতি সোনার দাম:
  • ১ আনা সোনার দাম:
  • ১ গ্রাম সোনার দাম:
  • ১ ভরি সোনার দাম:
  • ১ কেজি সোনার দাম:
  • ১,৭৮২ টাকা
  • ১০,৬৯২ টাকা
  • ১৪,৬৬৮ টাকা
  • ১,৭১,০৭২ টাকা
  • ১,৪৬,৬৮,০০০ টাকা

বন্ধু আপনি খুব সহজেই আমাদের এই ক্যালকুলেটর ব্যবহার করে আপনার স্বর্ণের ওজন অনুযায়ী দাম বের করতে পারবেন। আপনি শুধু কতটুকু স্বর্ণ ক্রয় করতে চান সেটি লিখলেই আজকে বাংলাদেশ সরকার (বাজুস) এর নির্ধারণ দাম থেকে আপনার সোনার ওজন অনুযায়ী দাম জানতে পারবেন। তাছাড়া আপনি আপনার নিজস্ব দোকানদার থেকে দাম জেনে সেই দাম বসিয়েও আপনার সোনার ওজন অনুযায়ী দাম বের করতে পারবেন। তাহলে চলুন জেনে নিন কিভাবে ক্যালকুলেটর ব্যবহার করতে হয়?

১. সোনার ওজন বসানোর নিয়ম

আপনি ক্যালকুলেটরের প্রথম বক্স (কত ভরি তা লিখুন), দ্বিতীয় বক্স (কত আনা তা লিখুন), তৃতীয় বক্স (কত রতি তা লিখুন) আপনি উপরে মোট তিনটি বক্সে আপনার স্বর্ণের ওজন সংখ্যা লিখুন। তাহলে আপনি দেখতে পারবেন আপনার সোনার দাম মোট টাকা।

২. সোনার দাম নিজস্ব পরিবর্তন

আপনি তারপর আরো ৩টি বক্স পাবেন আজ সোনার দাম কত তা লেখা থাকবে। আপনি চাইলে এই দাম পরিবর্তন করে আপনার দাম লিখতে পারেন যেকোন একটা লিখলেই হবে যেমন, ভরি অথবা আনা অথবা রতি।

৩. ভ্যাট ও মজুর

আপনি যখন হলমার্কৃত স্বর্ণ ক্রয় করবেন সেটি যখন কোন একটি গহনা তৈরি করতে হলে অবশ্য মজুরি দিতে হয় এবং যখন হলমাকৃত স্বর্ণ ক্রয় করা হয় তখন রাজস্ব একটি ভ্যাট দিতে হয়। তার জন্য আপনাদেরকে সহজে আমাদের এই ক্যালকুলেটর দিয়ে বোঝানোর জন্য নিচে আরও তিনটি অপশন রয়েছে। সেখানে আপনি চাইলে আপনি ভ্যাট কত % বা কত % মজুরি নিবে তা জেনে বসিয়ে দিলে মোট কত টাকা লাগবে তা নিচে দেখতে পারবেন।

আপনি আমাদের এই ক্যালকুলেটর ব্যবহার করে আপনার নিজের মত দাম বসিয়ে সেই দাম থেকে আপনার স্বর্ণের ওজন অনুযায়ী কত টাকা দাম হবে সেটি সম্পূর্ণ জানতে পারবেন। আমাদের দেওয়া ক্যালকুলেটর সম্পূর্ণ আপনি নিজেই নিয়ন্ত্রণ করতে পারবেন। তবে আমরা প্রতিদিনের দাম অনুযায়ী এখানে বসে রাখব রেনডম ভাবে সেটা আপনি চাইলে পরিবর্তনও করে নিতে পারবেন।

সতর্কতা: আপনি যদি কোন একটা সেক্টরে ভুল করেন তাহলে আপনি রিপ্লেস বাটনে ক্লিক করলে ঠিক আগের মতই সকল ডাটা শো করবে। আমাদের জানামতে এখানে কোন প্রকারের টেকনিকাল সমস্যা নেই তবে আপনার চোখে যদি সমস্যা ধরা পড়ে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন।