Sunday, October 12, 2025
Homeমেক্সিকোকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা

মেক্সিকোকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা

ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে দারুণ জয় পেয়েছে আর্জেন্টিনা। চিলির সান্তিয়াগোয় অনুষ্ঠিত ম্যাচে মেক্সিকোকে ২-০ গোলে হারিয়ে ২০০৭ সালের পর প্রথমবারের মতো যুব বিশ্বকাপের সেমিফাইনালে উঠল চারবারের চ্যাম্পিয়নরা।

জুলিও মার্তিনেজ প্রাদানোস স্টেডিয়ামে শুরু থেকেই ম্যাচে আধিপত্য বিস্তার করে আর্জেন্টিনা। নবম মিনিটেই গোলের দেখা পায় দলটি। মেক্সিকান গোলকিপারের ভুলের সুযোগ নিয়ে মাহের কারিজো বল জালে পাঠান। ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ডের টুর্নামেন্টে এটি ছিল তৃতীয় গোল।

দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামা মাতেও সিলভেত্তি ৫৬তম মিনিটে স্কোরলাইন ২-০ করেন দারুণ এক গতিময় শটে। ইন্টার মায়ামির হয়ে খেলা এই তরুণ উইঙ্গারের এটিই ছিল টুর্নামেন্টের দ্বিতীয় গোল। বাকি সময়ে আর গোল হয়নি, ফলে নির্ভার জয় নিয়েই সেমিফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা।

তবে মাঠে ছিল উত্তেজনা ও শারীরিক লড়াইয়ের ছাপ। পুরো ম্যাচে ফাউল হয়েছে ৩৭টি আর্জেন্টিনা করেছে ২০টি আর মেক্সিকো ১৭টি। কার্ডের দিক থেকেও এগিয়ে ছিল মেক্সিকো; ৭টি হলুদ ও ২টি লাল কার্ড দেখে ম্যাচ শেষ করেছে দলটি।

আরো পড়ুন:আর্জেন্টিনা বনাম মেক্সিকো: জ্বলে উঠল তরুণদের, সেমিফাইনালে আর্জেন্টিনা

৯০ মিনিট শেষে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে দুই হলুদ কার্ডের যোগফলে মাঠ ছাড়েন দিয়েগো ওচোয়া। আর সপ্তম মিনিটে সরাসরি লাল কার্ড দেখেন তাহিয়েল জিমেনেজ, আর্জেন্টাইন গোলদাতা সিলভেত্তির গলা চেপে ধরার ঘটনায়।

এ জয়ের ফলে টুর্নামেন্টের শেষ চারে উঠেছে আর্জেন্টিনা। ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী বুধবার তাদের প্রতিপক্ষ হবে কলম্বিয়া, যারা কোয়ার্টার ফাইনালে ৩-২ গোলে হারিয়েছে স্পেনকে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ