মিরাজ হারের কারণ নিয়ে মুখ খুললেন দ্বিতীয় ওয়ানডের পর। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ বাঁচানোর ম্যাচেও ব্যাটিং ব্যর্থতায় মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ। বোলাররা নিজেদের কাজ ঠিকভাবে করলেও ব্যাটারদের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ে ভেসে যায় জয়ের আশা। শারজাহতে শনিবার মাত্র ১০৯ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ, ফলে সিরিজ হার নিশ্চিত হয়।
আফগানিস্তানকে ১৯০ রানে গুটিয়ে দিয়ে জয়ের সুবাস পেয়েছিল টাইগাররা। কিন্তু রান তাড়ায় ব্যাটারদের বিপর্যয় মেনে নিতে পারেননি অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমরা আজ দুর্দান্ত বোলিং করেছি। এমন লক্ষ্য সহজেই তাড়া করার মতো ছিল। কিন্তু ব্যাটিংটা ভয়ংকর খারাপ করেছি। শুরুতে বলেছিলাম পার্টনারশিপ দরকার, কিন্তু কেউ দায়িত্ব নিতে পারেনি।”
আরো পড়ুন:কোচের সিদ্ধান্তেই ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামেননি মেসি
টানা দুই ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে সিরিজ হাতছাড়া করে হতাশ মিরাজ আরও বলেন, “এই ফলাফলে আমি খুবই হতাশ। তবে এখনো একটা ম্যাচ বাকি আছে। সামনে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ, সেখানে আরও শক্তভাবে ফেরার চেষ্টা করতে হবে।”
শেষদিকে ব্যাটিং নিয়ে সতীর্থদের উদ্দেশে বার্তাও দিয়েছেন মিরাজ, আমাদের ব্যাটিংয়ে উন্নতি আনতে হবে। যদি রান না আসে, তাহলে ওয়ানডেতে টিকে থাকা কঠিন হয়ে পড়বে।