আর্জেন্টিনা বনাম মেক্সিকো ম্যাচে দারুণ লড়াইয়ের মধ্যেই সেমিফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। চিলির সান্তিয়াগোয় অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে লড়াকু মেক্সিকোকে ২-০ গোলে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে চারবারের চ্যাম্পিয়নরা।
ম্যাচের শুরু থেকেই শারীরিক লড়াইয়ে ভরপুর ছিল খেলা। নবম মিনিটে মেক্সিকান গোলরক্ষকের ভুলে সুযোগ কাজে লাগান আর্জেন্টিনার মাহের কারিজো। ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ডের এটি টুর্নামেন্টে তৃতীয় গোল। বিরতির পর ৫৬ মিনিটে বদলি খেলোয়াড় মাতেও সিলভেত্তি গতিময় এক শটে ব্যবধান দ্বিগুণ করেন। শেষ বাঁশি বাজা পর্যন্ত স্কোরলাইন অপরিবর্তিত থাকে।
পুরো ম্যাচে ফাউলের বন্যা বয়ে গেছে মোট ৩৭টি! যার মধ্যে ২০টি করেছে আর্জেন্টিনা, ১৭টি মেক্সিকো। সাতটি হলুদ ও দুটি লাল কার্ড দেখা মেক্সিকোর পক্ষে পরিস্থিতি আরও কঠিন করে তোলে। ৯০ মিনিট শেষে দিয়েগো ওচোয়া দ্বিতীয় হলুদ কার্ডে মাঠ ছাড়েন, আর সপ্তম মিনিটেই তাহিয়েল জিমেনেজ সরাসরি লাল কার্ড দেখেন সিলভেত্তির গলা চেপে ধরায়।
আরো পড়ুন: কোচের সিদ্ধান্তেই ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামেননি মেসি
২০০৭ সালের পর এই প্রথম অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ফিরল আর্জেন্টিনা। এবার ফাইনালে ওঠার লড়াইয়ে বুধবার তাদের প্রতিপক্ষ কলম্বিয়া, যারা কোয়ার্টারে ৩-২ গোলে হারিয়েছে স্পেনকে।